এমডি-এমএসের ফাইনাল পরীক্ষার ‘লাইভ স্ট্রিমিং’ হল রাজ্যে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার দাবি জানিয়েছিলেন আন্দোলনকারীরা। যার প্রেক্ষিতে পরীক্ষার ‘লাইভ স্ট্রিমিং’-র প্রস্তাব দিয়েছিল স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। ডাক্তারি পড়ুয়াদের গুরুত্বপূর্ণ পরীক্ষা এমডি-এমএসের ফাইনাল পরীক্ষায় তা বাস্তবায়িত হল।
পরীক্ষা ব্যবস্থাকে স্বচ্ছ করার চ্যালেঞ্জ নিয়েছিল স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, তাতে উত্তীর্ণ হল তারা। রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজে, পরীক্ষার্থীদের হলে ঢোকার আগে দেহ তল্লাশি চালানো হয়। মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং করা হয়। পরীক্ষা শুরুর আধঘণ্টা আগে দু’টি কোড নম্বর দিয়ে প্রশ্নপত্র খোলা, পরিদর্শককে প্রশ্নপত্র হস্তান্তর করা, পরীক্ষার হলে নিয়ে যাওয়া, প্রশ্নপত্র খুলে পরীক্ষার্থীদের মধ্যে বণ্টন করা, পরিদর্শক ও সেন্টার ইন চার্জের সইয়ের পর উত্তরপত্র সিল করা, ট্রাঙ্কে ভরা, ডিজিটাল লক দিয়ে লক করা; সবই হয়েছে সিসি ক্যামেরা তথা বিশ্ববিদ্যালয়ের লাইভ স্ট্রিমিংয়ের নজরদারিতে। কয়েকটি মেডিক্যাল কলেজে পরীক্ষাপদ্ধতির ভিডিও রেকর্ডিংও হয়েছে।
চিকিৎসকরা এতে খুশি। বডি ফ্রিসকিং অর্থাৎ দেহ তল্লাশির মতো কড়াকড়িতে আপত্তি করেননি পরীক্ষার্থীরা। তাঁরা সহযোগিতা করেছেন। সামগ্রিক ব্যবস্থায় খুশি তাঁরাও। পরীক্ষার প্রথম দিন নির্বিঘ্নে কাটেছে। বুধবার ফের পরীক্ষা রয়েছে।