রাজ্য বিভাগে ফিরে যান

অপেক্ষার দিন শেষ, স্ট্যান্ডের ডিসপ্লেতে ফুটে উঠবে বাসের রিয়েল টাইম লোকেশন

December 4, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাসের জন্য ঘন্টার ঘন্টার পর অপেক্ষার দিন শেষ! শহরের বৈধ বাস স্টপগুলিতে এবার বাসের রিয়েল টাইম লোকেশন দেখা যাবে। কত নম্বর বাস কোথায় রয়েছে, এলইডি ডিসপ্লেতে তা দেখা যাবে। এছাড়াও একই সঙ্গে এয়ারপোর্ট থেকে ১২টি রুটে যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থাও চালু করেছে পরিবহণ দপ্তর। পরবর্তীতে কলকাতার সমস্ত রুটেই এ ব্যবস্থা চালু করা হবে।

এ ব্যবস্থার ফলে স্মার্ট মোবিলিটি ট্রান্সফরমেশনের দিকে আরও একধাপ এগল কলকাতা। যাত্রীদের বাসে যাতায়াত আরও সহজ হল। প্রসঙ্গত, বাসের পাশাপাশি ভেসেলের টিকিটও এই পদ্ধতিতে কাটা যাবে। ইতিমধ্যেই যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে শহরের দ্রষ্টব্য স্থানগুলির টিকিট অনলাইনে কাটা যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bus, #real-time location, #display, #Kolkata Govt Bus

আরো দেখুন