রাজ্য বিভাগে ফিরে যান

তহবিল খরচে ডাহা ফেল! কীভাবে হবে উত্তরের উন্নয়ন? BJP-র অস্বস্তি বাড়ালেন অনন্ত মহারাজ

December 5, 2024 | < 1 min read

সিতাই উপনির্বাচনে TMC প্রার্থী হতে পারেন অনন্ত মহারাজ?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: গ্রেটার কোচবিহরার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা নগেন রায় ওরফে অনন্ত মহারাজকে রাজ্যসভার সাংসদ করেছিল। কিন্তু কিছুই করে উঠতে পারেননি তিনি। সংসদীয় খাতে প্রায় ৭ কোটি ৩৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল তাঁকে। সেই টাকায় কী করবেন তা এখনও ঠিক করতে পারেননি তিনি। বিপুল সরকারি টাকা খরচই করতে পারেননি তিনি।

একটি আর্থিক বছরে একজন সাংসদ এলাকা উন্নয়নের জন্য পাঁচ কোটি টাকা পান। নির্দিষ্ট আর্থিক বছরের মধ্যে সেই টাকা খরচ হওয়ার পরে ফের এলাকার উন্নয়নের জন্য অর্থ পান তাঁরা। ২০২৪-২৫ আর্থিক বছর শেষ হতে আর বেশি মাস বাকি নেই। অনন্ত মহারাজ আদৌ কি সরকারি টাকায় কোনও কাজ করে উঠতে পারবেন? প্রশ্ন রয়েই গিয়েছে।

বিজেপি তাঁকে রাজ্যসভায় পাঠিয়েছে। কিন্তু নানা সময়ে বিজেপিকে অস্বস্তিতে ফেলেছেন তিনি। উত্তরের উন্নয়নের জন্য তিনি আলাদা রাজ্যের ধুয়ো তোলেন, এখন প্রশ্ন উঠছে উন্নয়নের জন্য এত বিপুল টাকা কেন তিনি খরচ করতে পারলেন না?

সম্প্রতি বিজেপির রাজ্যসভার সাংসদ তথা গ্রেটার নেতা অনন্ত মহারাজ বলেন, ‘উত্তরবঙ্গ তো বাংলা নয়। ভাষা, কালচার সব আলাদা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিস থেকে বলে দিয়েছে গৃহ মন্ত্রণালয়কে রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য। এটা তো গভর্নমেন্টকে বলছি। দেরি কেন করছেন!’ সব মিলিয়ে বিজেপির অস্বস্তি বাড়িয়েই চলেছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bjp, #Ananta Maharaj

আরো দেখুন