টাকা দিলেই মিলছে পিএইচডি ডিগ্রি! ডবল ইঞ্জিন রাজ্যের ১০ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ UGC-তে
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: টাকা দিলেই পিএইচডি ডিগ্রি মিলছে। দেশের ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। রাজ্যসভায় লিখিতভাবে বুধবার এ কথা জানিয়েছে শিক্ষামন্ত্রক। অভিযুক্ত ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নামও প্রকাশ করা হয়েছে। অভিযুক্ত বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে ন’টিই বিভিন্ন বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অবস্থিত। জাল পিএইচডি ডিগ্রি বিক্রি নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা।
রাজ্যসভায় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, তদন্ত হয়েছে। পদক্ষেপও করা হয়েছে। রাজ্যসভায় লিখিত প্রশ্ন করেন কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ি। জবাবে কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাঁচটিই বিজেপি শাসিত রাজস্থানের। বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশের দু’টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে তালিকায়। ‘ডাবল-ইঞ্জিন’ রাজ্য মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ডের একটি করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেও জাল পিএইচডি সার্টিফিকেট বিক্রির অভিযোগ উঠেছে। ঝাড়খণ্ডের একটি বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের নামও রয়েছে।
রাজ্যসভায় লিখিতভাবে শিক্ষামন্ত্রক জানিয়েছে, অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছিল যাতে তারা তদন্ত করে ব্যবস্থা নেয়। জাল পিএইচডি ডিগ্রির অভিযোগ ওঠা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ইউজিসি বা সংশ্লিষ্ট রাজ্য সরকার কী পদক্ষেপ করেছে, তার কোনও লিখিত জবাবে নেই!