← রাজ্য বিভাগে ফিরে যান
রবিবার থেকে দাম বাড়ছে পাউরুটি, কেক, বিস্কুটের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবিবার থেকেই পাউরুটি, কেক, বিস্কুট, প্যাটিস, পিৎজা ব্রেড-সহ একশো রকমের বেকারি পণ্যের দাম বাড়ছে৷ প্রায় ৩০-৩৫ শতাংশ দাম বাড়ানো হচ্ছে৷ বুধবার আনুষ্ঠানিকভাবে একথা ঘোষণা করে পশ্চিমবঙ্গ বেকার্স কো-অর্ডিনেশন কমিটি৷
সংগঠনের তরফে শেখ ইসমাইল হোসেন জানান, গত কয়েকবছর ধরে ক্রমশ দাম বেড়ে চলেছে কাঁচামালের। সেই কারণেই বাধ্য হয়ে দাম বাড়াতে হচ্ছে। বেকারি শিল্প ও এর সঙ্গে জড়িত শ্রমিকদের কথা চিন্তা করেই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সংগঠনের সদস্যরা৷ তাঁরা অভিযোগ করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্র-রাজ্য উভয়ের দ্বারস্থ হয়েও কোনও সমাধান মেলেনি৷ তাই, সাধারণ মানুষের থেকে সহযোগিতা চেয়েছেন তিনি৷