← রাজ্য বিভাগে ফিরে যান
শুরু দক্ষিণ ২৪ পরগনা জেলা বইমেলা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৩০ তম দক্ষিণ ২৪ পরগনা জেলা বইমেলার উদ্বোধন হল বজবজের সুভাষ উদ্যানে। বুধবার সন্ধ্যায় রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী প্রদীপ জ্বালিয়ে এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন পরিবহণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক ভাস্কর পাল, মহকুমা শাসক তমোঘ্ন কর, দুই বিধায়ক অশোক দেব ও দুলাল দাস, দুই চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত এবং তাপস বিশ্বাস প্রমুখ।
সব মিলিয়ে ৭০টি বড় প্রকাশনা সংস্থা স্টল দিয়েছে এই মেলায়। এছাড়াও লিটল ম্যাগাজিনের জন্য আলাদা জায়গা করা হয়েছে। পথশিশু ও বৃদ্ধাদের নিয়ে কাজ করে, এমন দু’টি সংস্থাও স্টল দিয়েছে এখানে।