কলকাতা বিভাগে ফিরে যান

এবার কি তালিবানি শাসনের পথে বাংলাদেশ? মহিলাদের বাজারে যাওয়ার উপর নিষেধাজ্ঞা

December 6, 2024 | 2 min read

ছবি সৌজন্যে: ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার কি তালিবানি শাসনের পথে বাংলাদেশ? অন্তত তেমনই আশঙ্কা এপারের। কারণ ঢাকা ডিভিশনের গোপালগঞ্জ জেলায় বৃহস্পতিবার থেকে মহিলাদের বাজারে ঢুকে কেনাকাটার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে মৌলবাদীরা। মহিলার এলেও তাঁদের কিছু বিক্রি করতে পারবেন না দোকানদাররা। গওহরডাঙ্গা বাজারে রীতিমতো মাইকে হেঁকে ‘মুরুব্বি’দের জারি করা সেই ফতোয়ার ভিডিও এখন ভাইরাল। সেখান থেকে অনতিদূরে টুঙ্গিপাড়ায় ‘বঙ্গবন্ধু’ মুজিবুর রহমানের জন্মভিটে। এখানেই শায়িত আছেন তিনি।

গোপালগঞ্জ-৩ আসন শেখ হাসিনার নির্বাচনী ‘দুর্গ’ হিসেবেই পরিচিত। ‘মুক্তিযুদ্ধের প্রতীক’ সেই গোপালগঞ্জে মৌলবাদীদের এমন ফতোয়ার বিস্ময় কাটার আগেই এসেছে পরের ধাক্কা। মহম্মদ ইউনুস সরকার এদিন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, বাংলাদেশি টাকার নোট থেকে বাদ পড়ছেই বঙ্গবন্ধুর ছবি। নতুন নকশায় সবুজ সঙ্কেত দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার। এমনকী ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোট ছাপা শুরুও হয়ে গিয়েছে। আগামী ছ’মাসের মধ্যে তা বাজারে আসবে। পরবর্তীতে বাকি নোটের নকশাতেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ব্যাঙ্কের মুখপাত্র হুসনে আরা শিখা। এমনই এক আবহে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভির গলায় শোনা গিয়েছে বাংলা-বিহার-ওড়িশা দখলের প্রচ্ছন্ন হুমকি। গোপালগঞ্জের ঘটনা নিয়ে এদিন নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল।

বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ৮ শতাংশের কম হলেও গোপালগঞ্জে চিত্রটা আলাদা। জেলার মোট জনসংখ্যার ২২ শতাংশ হিন্দু। সেখানেই মৌলবাদী ফতোয়া ঘিরে স্বাভাবিকভাবেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। তার প্রভাব দেখা যাচ্ছে ভারত সীমান্তে। এদিনই গোপালগঞ্জের বাসিন্দা এক দম্পতি সহ তিন জনকে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিস। বুধবার চোরাপথে পেট্রাপোল সীমান্ত পেরিয়ে বনগাঁ শহরে আসেন। উঠেছিলেন শিমুলতলা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে। এই ডামাডোলের মধ্যে রানাঘাটে পুলিসের জালে ধড়া পড়েছে দালাল চক্রের পাঁচ জন। অনুপ্রবেশকারীদের পাসপোর্ট পাওয়া আটকাতে সতর্কবার্তা জারি করেছে কলকাতা পুলিসও।

TwitterFacebookWhatsAppEmailShare

#Women, #Bangladesh, #Bangladeshis, #Bangladesh turmoil, #Fatwas

আরো দেখুন