নতুন বছরের শুরুতেই চার লেনের কল্যাণী এক্সপ্রেসওয়ে চালু হতে পারে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কল্যাণী এক্সপ্রেসওয়ে চার লেন রাস্তা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। পূর্ত দপ্তর জানাচ্ছে, ৪৩ কিমি দীর্ঘ এই রাস্তার মধ্যে ৩৯ কিমি ফোর লেনের কাজ সম্পূর্ণ হয়েছে। নতুন বছরের শুরুতেই এই রাস্তা চালু হলে শুধু কল্যাণী নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাতায়াতের সময়ও অনেকটাই কমে যাবে।
বেলঘড়িয়া থেকে মুড়াগাছা, সোদপুর (৪ কিমি) এই অংশের কাজ কিছুটা পিছিয়ে ছিল দুটি বাড়ি স্থানান্তর না হওয়ায় জন্য। আইনি সমস্যাগুলি মেটানো হচ্ছে, এবং মে ২০২৫-এর মধ্যে পুরো কাজ শেষ হবে বলে জানানো হয়েছে। মুড়াগাছা, সোদপুর থেকে কাঁপা মোড় (৩০.৫ কিমি) এই অংশের ফোর লেনের কাজ পুরোপুরি শেষ হয়েছে। রাস্তায় আলোর ব্যবস্থার কাজও দ্রুতগতিতে চলছে। চলতি মাসের মধ্যেই এই কাজ সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। কাঁপা মোড় থেকে বড়জাগুলিয়া (৯.৮ কিমি)। এই অংশের ৬ কিমি ওভারব্রিজ এবং রাস্তায় ফোর লেনের কাজ প্রায় শেষ। বাকি ৩ কিমি রাস্তার কাজও চলতি মাসেই শেষ হবে।
যানজটের কারণে নদিয়া, মুর্শিদাবাদ ও মালদার মতো জেলাগুলিতে যাতায়াতে দীর্ঘ সময় লেগে যেত। নতুন ফোর লেন চালু হলে উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার সংযোগ আরও মসৃণ হবে। এইমস কল্যাণীর মতো গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছানো যেমন সহজ হবে, তেমনই দ্রুত মাল পরিবহণ এবং পর্যটকদের জন্যও এটি এক নতুন দিশা খুলে দেবে।