রাজ্য বিভাগে ফিরে যান

কলকাতা থেকে আন্তর্জাতিক উড়ানের চেয়ে বিধানসভায় প্রস্তাব

December 6, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিল্লি, মুম্বই থেকে তো আছেই, এমনকী হায়দরাবাদ, বেঙ্গালুরু থেকেও ইউরোপ যাওয়ার সরাসরি উড়ান রয়েছে। নেই শুধু কলকাতা থেকেই। কলকাতা থেকে লন্ডন, শিকাগো, নিউ-ইয়র্কের মতো একাধিক জায়গায় সরাসরি বিমান চালাতে চেয়ে এবার আলোচনা বিধানসভায়।

বিধানসভায় বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রস্তাব এনে চন্দ্রিমা বলেন, ‘‘কলকাতা থেকে ইউরোপের বিভিন্ন দেশ এবং আমেরিকার বিভিন্ন শহরে সরাসরি বিমান পরিষেবা নেই। আগে কলকাতা থেকে সরাসরি আন্তর্জাতিক উড়ান ছিল। সেই পরিষেবা আবার চালু করা দরকার।’’

কলকাতা থেকে লন্ডন, সরাসরি বিমান চালানোর ব্যাপারে উদ্যোগী রাজ্য সরকার। কলকাতা থেকে লন্ডন পর্যন্ত বিমান চালানোর পক্ষে অতীতের বিভিন্ন অনুষ্ঠানে একাধিক বার সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলির সঙ্গে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সরাসরি যোগাযোগ স্থাপনের কথাও বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বলেছিলেন মু্খ্যমন্ত্রী। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। ফের আরেকবার সেই দাবি তুলল রাজ্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#flight, #Kolkata to Europe, #West Bengal, #flight service

আরো দেখুন