রাজ্য বিভাগে ফিরে যান

দেশের বিভিন্নপ্রান্ত থেকে ব্যবসায়ীরা হাজির হয়েছেন বারুইপুরের মিলন মেলায়

December 6, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বারুইপুরের নিউ ইন্ডিয়ান মাঠে ১৫ নভেম্বর শুরু হয়েছে এই মিলন মেলা। চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। হাজির ভিন রাজ্যের ব্যবসায়ীরা। বিক্রি হচ্ছে কার্পেট থেকে শীতের বস্ত্র, রকমারি শাড়ি। পাশাপাশি, গৃহস্থালির জিনিস থেকে হস্তশিল্প, এমনকী বিনোদনের জন্য মজার রাইড– সবই মিলছে। মেলায় রোজ ভিড় জমাচ্ছে আট থেকে আশি।

শ্রীনগরের বাসিন্দা আব্দুল রউফের দোকানে কাশ্মীরি শাল থেকে শুরু করে নানা ডিজাইনের শাড়ি মিলছে। আব্দুল রউফ বলেন, বাংলায় ব্যবসা করতে এসে আমরা খুশি। এখানে মেলায় মানুষের আন্তরিকতা মুগ্ধ করে আমাদের। বেশ ভালোই বিক্রি হচ্ছে। ফেব্রুয়ারি মাসে দেশে ফিরব। আবার উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে এসেছেন মহম্মদ সাদিক। তাঁর দোকানে মিলছে নানা ধরনের কম্বল, কার্পেট। তিনি বলেন, এখানে মানুষের মধ্যে জিনিস কেনার আগ্রহ আছে। বিহার থেকে ভাগলপুর শাড়ির সম্ভার নিয়ে এসেছেন মহম্মদ মাদনি আনসারি। তিনি বলেন, ১৮০ টাকা থেকে শুরু করে ১৮০০ টাকার খাদি, কটনের ভাগলপুর শাড়ি বিক্রি হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#traders, #Baruipur, #Milan Mela

আরো দেখুন