খেলা বিভাগে ফিরে যান

অ্যাডিলেডে ভারতের ফ্লপ শো, কামিন্সদের দাপটে দ্বিতীয় ইনিংসেও চালকের আসনে অস্ট্রেলিয়া

December 7, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অ্যাডিলেডে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় ম্যাচে ফের ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন ভারত। দিন-রাতের টেস্টের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান তুলেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও ২৯ রানে পিছিয়ে রয়েছে রোহিতরা। আর ৩০ রান করলে অজিদের থেকে ১ রানের লিড নিতে পারবে ভারত।

আউট হয়েছেন যশস্বী জয়সওয়াল (২৪), কেএল রাহুল (৭), শুবমান গিল (২৮), বিরাট কোহলি (১১) এবং অধিনায়ক রোহিত শর্মা (৬)। মারমুখী মেজাজে ব্যাটিং করছেন ঋষভ পন্থ। ৫টি চার সহ ২৫ বলে করেছেন ২৮। নীতিশ কুমার রেড্ডি ১৪ বলে ১৫ রানে ব্যাটিং করছেন। অজি শিবিরের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন কামিন্স ও বোলান্ড।

প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার ১৮০ রানের জবাবে অস্ট্রেলিয়া করে ৩৩৭ রান। ১৫৭ রানে লিড নিয়ে ম্যাচের রাশ হাতে নিয়ে নিয়েছিল অজিরা। দ্বিতীয় ইনিংসে হারের ভ্রুকুটি ভারতের সামনে। ব্যাট করতে নেমে ব্যর্থ ভারতীয় টপ অর্ডার। বিগত কয়েক বছর ধরেই গোলাপি বলে রান পাচ্ছেন না কোহলি। সেই ধারা বজায় রাখলেন ম্যাচের দ্বিতীয় ইনিংসেও।

TwitterFacebookWhatsAppEmailShare

#Team India, #Test Cricket, #India vs Australia, #India vs Australia 2nd Test

আরো দেখুন