তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ‘কল্লোলিনী তিলোত্তমা’ কলকাতাকে বললেন “আবর্জনার শহর”, তীব্র প্রতিবাদ জানাল তৃণমূল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্থ রেড্ডির কলকাতাকে “আবর্জনার শহর” মন্তব্যটি পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলকে তীব্র ধাক্কা দিয়েছে। তৃণমূল এই মন্তব্যকে “সংবেদনশীল” বলে অভিহিত করেছে৷ এমনকী মন্তব্যকারী মুখ্যমন্ত্রীকে, শহরের পরিচ্ছন্নতা ও উন্নয়ন নিজের জন্য দেখার জন্য আমন্ত্রণও জানায়।
বৃহস্পতিবার হায়দরাবাদে একটি অনুষ্ঠানে প্রধান শহরগুলিতে দূষণের বিষয়ে মন্তব্য করতে গিয়ে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করির রিপোর্ট করা মন্তব্যের উল্লেখ করেছেন যে তিনি দিল্লির গুরুতর দূষণের কারণে সফর এড়িয়ে যান, যা প্রায়শই তাঁকে সংক্রমণের দিকে নিয়ে যায়। তিনি মনে করেন। ” একইভাবে, আপনি বেঙ্গালুরুতে ট্র্যাফিক জ্যাম দেখেছেন। চেন্নাইতে বৃষ্টি হলে নৌকা ব্যবহারের পরিস্থিতি দেখেছেন। মুম্বাইতে ভেসে যাওয়ার পরিস্থিতি আপনি দেখছে। আমাকে কলকাতার কথা বলতে হবে না। পরিস্থিতি এমন যে কলকাতা বিশ্বের আবর্জনার শহরগুলির মধ্যে প্রতিযোগিতা করলে প্রথম দাঁড়াবে,”
এরপরই নানা মহল থেকে এর প্রতিবাদ উঠতে শুরু করেছে। তৃণমূলের সাংসদ দোলা সেন বলেন, তেলাঙ্গানার মুখ্য়মন্ত্রী সুস্থ থাকুন এটা আমরা চাই। আমরা জানি, দেশবাসীও জানেন কলকাতা কী ধরনের শহর। কলকাতা হল সিটি অফ জয়।