উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

কলকাতা বইমেলা, ফিল্ম ফেস্টিভ্যালের পর এবার ডুয়ার্স উৎসবেও ঠাঁই পাচ্ছে না বাংলাদেশ

December 8, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতা বইমেলা, চলচ্চিত্র উৎসবের পর এবার ডুয়ার্স উৎসবেও ঠাঁই পাচ্ছে না বাংলাদেশ। ১৯ তম ডুয়ার্স উৎসবে বাংলাদেশি স্টল থাকছে না। বর্তমান পরিস্থিতির জেরে বাংলাদেশের ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হয়নি বলে খবর।

২০০৫ সালে প্রথমবারের জন্য ডুয়ার্স উৎসব আয়োজিত হয়েছিল। চলতি বছর ১৯তম ডুয়ার্স উৎসবের আসর বসছে। ২ থেকে ১২ জানুয়ারি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে হবে ডুয়ার্স উৎসব। শনিবার ডুয়ার্স উৎসব কমিটি বৈঠক হয়। বৈঠকে ওপার বাংলায় সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ ওঠে। সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশের কোনও স্টল ডুয়ার্স উৎসবে থাকবে না। ফি বছর ডুয়ার্স উৎসবে বাংলাদেশের স্টল থাকে। পদ্মার ইলিশ, বাংলাদেশি নানা রকমের শাড়ি ইত্যাদির স্টল থাকে। এবার বাংলাদেশের কোনও ব্যবসায়ীকে আমন্ত্রণ জানানো হয়নি।

উল্লেখ্য, ওপার বাংলায় সংখ্যালঘু অর্থাৎ হিন্দু নিপীড়ন থামার নাম নেই! বরং দিন দিন তা বাড়ছে। ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত অবমাননা হয়েছে সে’দেশে। শনিবারও ঢাকার এক ইসকন সেন্টারে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। মন্দিরেও হামলা চালানো হয়েছে। লক্ষ্মীনারায়ণের মূর্তি পুড়ে গিয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ইউনুস সরকারকে সতর্কবার্তা দিয়েছে দিল্লি। আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশে যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি।

TwitterFacebookWhatsAppEmailShare

#dooars, #Dooars utsab, #Bangladesh stall, #Dooars utsab 2024, #North Bengal, #Bangladesh

আরো দেখুন