বেহালা আর্য সমিতি রোডের শিব মন্দিরকে ‘গ্রেড ওয়ান হেরিটেজ’ তালিকাভুক্ত করল পুরসভা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতা শহরজুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য মন্দির। আদপে এ শহরের কোণায় কোণায় লুকিয়ে ঐতিহ্যে। এবার বৃহত্তর কলকাতার এক ঐতিহাসিক মন্দিরকে হেরিটেজ তকমা দিল কলকাতা পুরসভা। পুরসভার ঐতিহ্যবাহী ভবনের তালিকায় বেহালা আর্য সমিতি রোডের শিব মন্দির জায়গা পেল। শিব মন্দিরটিকে ‘গ্রেড ওয়ান হেরিটেজ’ হিসাবে তালিকাভুক্ত করেছে পুরসভা। মন্দিরের গায়ে নীল ফলক লাগানো হয়েছে। এলাকাবাসী ও মন্দির পরিচালন সমিতির সদস্যরা এতে অত্যন্ত খুশি।
শিবলিঙ্গটি প্রায় ২৫০ বছর পুরনো। মোহিতমোহন হালদার ও ক্ষেত্রপদ হালদার পরিবার উত্তরাধিকার সূত্রে মন্দিরের দেখাশোনা করছেন। বর্তমানে হালদার পরিবারের অরূপ হালদার ও অরিজিৎ হালদারের সঙ্গে যৌথভাবে মন্দির রক্ষণাবেক্ষণ করে স্থানীয় ক্লাব বেহালা দেবদারু ফটক। ১২ ডিসেম্বর বার্ষিক উৎসব পালন করা হয়। সেই অনুষ্ঠানের প্রাক্কালে এ সম্মানে খুশি ক্লাব কর্তৃপক্ষ। মহাসমারোহে শিবরাত্রি ও নীলপুজো পালন করা হয় মন্দিরে। শহরের ঐতিহ্যবাহী ভবনগুলোর ইতিহাস এবং তাৎপর্যকে সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য পুরসভা এ উদ্যোগ নিয়েছে। তালিকায় নবতম সংযোজন হল বেহালার এই শিব মন্দির।