বারবার মেয়াদ বাড়ালেও সদস্য সংগ্রহের এক কোটি টার্গেটের এক-চতুর্থাংশও পূরণ করতে পারেনি বঙ্গ BJP!
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকদের রোষে বঙ্গ বিজেপির নেতারা, কারণ বারবার মেয়াদ বাড়ালেও
সদস্য সংগ্রহে ডাহা ফেল করেছে বাংলার গেরুয়া নেতারা। শনিবার, সল্টলেকের পার্টি অফিসে দলীয় বৈঠকে বিধায়কদের কাঠগড়ায় তুলেছেন দিল্লির নেতারা। সদস্য সংগ্রহের পারফরম্যান্সে সাংসদদের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল, মঙ্গল পাণ্ডেরা। সদস্য সংগ্রহের কাজে বাংলার বিজেপির পারফরম্যান্সে কার্যত হতাশ বিজেপির শীর্ষ নেতারা।
বঙ্গ বিজেপির সদস্য সংগ্রহের টার্গেট ছিল এক কোটি। কেন্দ্রীয় নেতৃত্ব মেয়াদ বাড়িয়ে ডিসেম্বেরর ১৫ তারিখ পর্যন্ত সময় দিয়েছেন। কিন্তু নভেম্বর পেরিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাজ্য বিজেপির সদস্য হয়েছে মাত্র ২০ লক্ষ। যদিও বঙ্গ বিজেপির দাবি, সদস্য ২৫ লক্ষের ঘরে পৌঁছেছে। কী করে ১ কোটির লক্ষ্যমাত্রা পূরণ হবে। খুব বেশি হলে ৩০ লক্ষের ঘর ছুঁতে পারে। শোনা যাচ্ছে, শনিবার কলকাতায় দলীয় বৈঠকে রাজ্য নেতাদের তুলোধনা করেছেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। সদস্য সংগ্রহের কাজে দলের বিধায়কদের পারফরম্যান্স নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা।
কেন্দ্রীয় পর্যবেক্ষকদের বক্তব্য, রাজ্যে গেরুয়া নেতারা সিংহভাগ ছবি তুলেত ব্যস্ত, বড় বড় কথা বলছেন অথচ সদস্য সংগ্রহের কাজে, মানুষের কাছে পৌঁছতে ব্যর্থ। কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নিশানায় ছিলেন বিধায়করা। সংগঠনের কাজে বিধায়কদের ভূমিকার কড়া সমালোচনা করেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। সদস্য সংগ্রহের ক্ষেত্রে সাংসদদের আরও সক্রিয়ভাবে মাঠে নামা উচিত ছিল বলেও কেন্দ্রীয় নেতারা তোপ দেগেছেন।