দেশ বিভাগে ফিরে যান

ভারতে কতজন বিলিয়নেয়ার থাকেন? তথ্য প্রকাশ UBS-র

December 8, 2024 | < 1 min read

ছবি সৌজন্যে: আউটলুক ম্যাগাজিন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৮৫ জন ধনকুবের থাকেন ভারতে। যা গোটা বিশ্বে তৃতীয়। সম্প্রতি এক সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে ইউবিএস। রিপোর্ট অনুযায়ী, প্রথম, দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা ও চীন। ওই দুটো দেশে ধনকুবেরের সংখ্যা যথাক্রমে ৮৩৫ জন ও ৪২৭ জন।

ইউবিএস-র দশম বিলিয়নেয়ার অ্যাম্বিশনস রিপোর্ট অনুসারে, গত এক বছরে দেশের ধনকুবরেদের তালিকায় ৩২ জন যুক্ত হয়েছেন। বিলিয়নেয়ারদের মোট সম্পদ বৃদ্ধি পেয়েছে ৪১.১ শতাংশ।

রিপোর্টে জানানো হয়েছে, আগামী দশকের মধ্যে ভারতে ধনকুবেরদের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পাবে। দেশে এখন সরকারিভাবে তালিকাভুক্ত পারিবারিক ব্যবসার সংখ্যা ১০৮। এক্ষেত্রেও বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত। রিপোর্টে বলা হয়েছে, ভারতের আর্থিক উন্নতিতে পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের অবদান অনস্বীকার্য। একাধিক প্রতিষ্ঠান কয়েক প্রজন্ম ধরে সফলভাবে ব্যবসা করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Billionaires, #Ubs, #Ubs report

আরো দেখুন