রাজ্য বিভাগে ফিরে যান

জনস্বার্থই অগ্রাধিকার! পেট্রলিয়াম অনুসন্ধানের জন্য ONGC-কে অশোকনগরে জমি দিল রাজ্য সরকার

December 8, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ওএনজিসি-কে উত্তর ২৪ পরগণার অশোকনগরে পেট্রলিয়াম মাইনিং লাইসেন্স দিল রাজ্য সরকার। অশোকেনগরের ‘NELP VII JV’ অনল্যান্ড ব্লকে ২০০৯ সাল থেকে খনিজ তেলের খোঁজে অনুসন্ধান চালাচ্ছে কেন্দ্র সরকারি সংস্থা ওএনজিসি। তৃণমূল সূত্রে খবর, বাংলার সরকার ওএনজিসি-র দাবি মেনে অনুসন্ধানের জন্য অশোকেনগরে ১৩.৪৯ একর জমি দিচ্ছে

২০০৯ সালের এপ্রিল থেকে তিনবার পুনর্নবীকরণ করার পর, চলতি বছরের অক্টোবরের ২৪ তারিখ ওএনজিসি-র খনিজ তেল উত্তোলনের লাইসেন্স বাতিল হয়ে যায়, এমনই জানা গিয়েছে তৃণমূলের একটি সূত্রের মাধ্যমে। এক মাসের মধ্যে তাদের অনুরোধে রাজ্য সরকার আরও এক বছরের জন্য ওএনজিসি-কে কাজ চালানোর অনুমতি দিয়েছে। ২০২৫ সালের ২৪ অক্টোবর অবধি মেয়াদ বাড়ানো হয়েছে গত নভেম্বরের ১১ তারিখের অর্ডারে।

অশোকেনগরে তেলের খোঁজ করার জন্য প্রয়োজনীয় জমির পরিমাণের বিশদ বিবরণ ওএনজিসির কাছে জানতে চেয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। কারণ মূল এলাকাটি অতিকায়। পাশাপাশি বাসিন্দাদের ও বাসস্থানের উপর প্রভাব মূল্যায়ন করা প্রয়োজন। তৃণমূল সূত্রে খবর, চলতি বছরের অক্টোবরের তিন তারিখে ওএনজিসি রাজ্য সরকারের কাছে জমি সম্পর্কে বিশদ রিপোর্ট জমা দিয়েছে। তারপরই পেট্রোলিয়াম অনুসন্ধানের লাইসেন্সের মেয়াদ বাড়িয়েছে রাজ্য সরকার।

তৃণমূলের একটি সূত্র মারফত খবর মিলেছে, লাইসেন্স-সহ সমস্ত প্রয়োজনীয় অনুমতি ও আবেদন, যা যা ওএনজিসি-র তরফে করা হয়েছে। ইতিমধ্যেই তা মঞ্জুর করেছে রাজ্য সরকার। অশোকেনগরে তেল অনুসন্ধান প্রক্রিয়ায় ওএনজিসি-কে সম্পূর্ণ সহযোগিতা করছে বাংলার সরকার ও প্রশাসন। আম জনতার স্বার্থকেই অগ্রাধিকার দিচ্ছে রাজ্য সরকার। অন্যদিকে, বাংলা বিরোধী বিজেপি, তথ্য যাচাই না করেই, বাংলাকে বদনাম করার জন্য অবিরাম বিদ্বেষপূর্ণ ভুয়ো প্রচার চালিয়ে যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Petroleum, #Ashoknagar, #ONGC

আরো দেখুন