নতুন বছর শুরুর আগেই খুশির হাওয়া চা বলয়ে, খুলছে কালচিনি ও রায়মাটাং
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উপনির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পালন করল রাজ্য সরকার। একবছর ধরে বন্ধ থাকার পর অবশেষে খুলতে চলেছে আলিপুরদুয়ারে বন্ধ কালচিনি ও রায়মাটাং চা বাগান। ফলে নতুন বছর শুরুর আগেই খুশির হাওয়া চা বলয়ে। ১২ ডিসেম্বর রায়মাটাং এবং ১৯ ডিসেম্বর কালচিনি চা বাগান খুলে যাচ্ছে।
আগেও বেশ কয়েকটি চা–বাগান খুলে দিয়েছে বর্তমান রাজ্য সরকার। মালিকপক্ষের সঙ্গে বসে আলোচনা করে সেই পথ সুগম করেছে। বোনাস নিয়েও রাজ্য সরকারকে উদ্যোগী হতে দেখা গিয়েছিল। এবার খুলে যাচ্ছে আরও দুটি চা–বাগান। তাও আবার উত্তরবঙ্গে। শনিবার দিন শিলিগুড়িতে শ্রম দপ্তরের ডাকা দ্বিপাক্ষিক বৈঠকে কালচিনি ব্লকের বন্ধ ওই দু’টি চা–বাগান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। চা–বাগান খোলার বিষয়ে শিলিগুড়ির দাগাপুরে শ্রমিক ভবনে বৈঠকও হয়। সেখানে উপস্থিত ছিলেন সামসি এবং বামনডাঙা চা–বাগানের মালিক ঋত্বিক ভট্টাচার্য। তিনিই এবার কালচিনি ব্লকের ওই দু’টি বন্ধ চা–বাগানের দায়িত্ব নিলেন।
তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা ওমপ্রকাশ দাস, সিটু নেতা বিকাশ মাজালি বা বিজেপি নেতা রাজেশ বারলা প্রত্যেকেই বাগান খোলার খবরে খুশি। নতুন মালিককে সব দলই স্বাগত জানিয়েছে। তবে এই তিন নেতারই দাবি, বাগান দু’টিতে স্থায়ী মালিক দরকার। কিছুদিন চালানোর পর মালিকপক্ষ যাতে বাগান বন্ধ করে পালিয়ে না যান, সেই বিষয়টা সরকারকে নিশ্চিত করতে বলেছেন শ্রমিক নেতারা। এর আগে কালচিনি ও রায়মাটাং চা বাগান একাধিকবার হাতবদল হয়েছে। শ্রমিকদের মজুরি বাকি রেখে, পিএফের টাকা জমা না করে বাগান বন্ধ করে গা ঢাকা দিয়েছিলেন মালিকরা। সেই ঘটনার পুনরাবৃত্তি চাইছেন না শ্রমিকরা।