দেশ বিভাগে ফিরে যান

সিলিন্ডার কিনছে না বিপুল সংখ্যক পরিবার! মুখ থুবড়ে পড়েছে মোদীর সাধের ‘উজ্জ্বলা’ যোজনা

December 9, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গরিবের দরজা অবধি কি মোদীর বিকাশ পৌঁছেছে? ‘উজ্জ্বলা’ যোজনার বর্তমান হাল বলে দিচ্ছে, মোদীর সাধের প্রকল্প ফেল করেছে। বিনা পয়সায় গরিবকে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী। ১০ কোটি ৩৩ লক্ষ মানুষের ঘরে পৌঁছেছে সিলিন্ডার। সরকার বিচার করেনি, আম জনতা সিলিন্ডার রিফিল করতে পারবে কি না!

দেশের গরিব মানুষের মধ্যে বিনা পয়সায় গ্যাস নেওয়ার উৎসাহ ছিল, বিপুল টাকায় সিলিন্ডার কেনার ক্ষেত্রে সে আগ্রহ এখন তলানিতে। যে সংখ্যক গ্রাহক এই স্কিমে নাম লিখিয়েছেন, তাঁদের একটা বড় অংশ বছরভর একটি গ্যাস সিলিন্ডারও কিনতে পারছেন না। বছরে একটি সিলিন্ডার কিনে হাল ছেড়ে দেওয়ার সংখ্যাও কম নয়। ২০২৩-‘২৪ অর্থবর্ষে একটিও সিলিন্ডার কেনেনি, এমন পরিবারের সংখ্যা ১ কোটি ৪০ লক্ষ ৪৮ হাজার। সিলিন্ডার না কেনার হার প্রায় ১৫ শতাংশ। একটি মাত্র সিলিন্ডার কিনেছে এমন পরিবারের সংখ্যা ১ কোটি ৬৬ লক্ষ ৫২ হাজারেরও বেশি। সদ্য রান্নার গ্যাসের সংযোগ পেয়েছেন এমন একাধিক পরিবারও কিন্তু দ্বিতীয় সিলিন্ডার কেনার কথা চিন্তাভাবনা করেনি।

লাগাতার এ প্রবণতা চলছে। ২০২২-২৩ অর্থবর্ষে একটিও সিলিন্ডার কেনেনি ১ কোটি ১৮ লক্ষ ৮৪ হাজার পরিবার। তারও আগের বছর সংখ্যাটা ছিল প্রায় ৯১ লক্ষ ৭৫। সেই দুই অর্থবর্ষে একটি করে সিলিন্ডার কিনেছেন যথাক্রমে ১ কোটি ৫৫ লক্ষ এবং ১ কোটি ৮ লক্ষ। বেকারত্ব ও মূল্যবৃদ্ধির জেরে আম জনতা নাজেহাল। বহু পরিবারেই নুন আনতে পান্তা ফুরনোর দশা। সিলিন্ডার কিনলেও হাঁড়িতে ফুটবে কি?

TwitterFacebookWhatsAppEmailShare

#Modi, #Modi Government, #Gas Cylinders, #Pradhan Mantri Ujjwala Yojana, #PM Ujjwala Yojana

আরো দেখুন