হাতি সংখ্যা বাড়ায় চিন্তায় রাজ্য সরকার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যে বাড়ছে হাতির সংখ্যা। কেন্দ্রের বন মন্ত্রকের পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে হাতির সংখ্যা আটশো। যেখানে সংখ্যাটা ২০০–২৫০ থাকার কথা। গত বছরও রাজ্যে হাতির সংখ্যা ৬৫০ ছিল। মাত্র এক বছরে হাতির সংখ্যা কী ভাবে ৮০০–তে পৌঁছে গেল, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি চিন্তায় ফেলেছে রাজ্য সরকারকেও।
গ্রামবাংলায় প্রায়ই লোকালয়ে হাতির দল চলে আসে। কখনও খাবারের সন্ধানে, আবার কখনও পথ হারিয়ে। তখন বাড়িঘর ভাঙচুর, ফসল নষ্ট, খাবার খেয়ে নেওয়া এবং হামলা করার জেরে প্রাণহানির ঘটনা ঘটে। তাই হাতির সংখ্যা বাড়লে নানারকম সমস্যায় পড়তে হয় প্রশাসনকে। এখন সেটাই ভাবিয়ে তুলেছে রাজ্য সরকারকে। বন দপ্তরের কর্তাদের শঙ্কা, হাতির সংখ্যা যখন অনেকটা বেড়ে যায় তখন খাবারের খোঁজে হাতিদের জনবসতিতে ঢুকে পড়ার প্রবণতা বাড়ে। এমনকী চোরাশিকারদের সক্রিয়তা বাড়ে। আর হাতি জঙ্গলে মেরে তার দাঁত, নখ, চামড়া সংগ্রহ করে বিশাল দামে বিক্রি করার ঘটনা বাড়ে।
পরিস্থিতি সামাল দিতে দিতে উত্তরবঙ্গ এবং রাঢ়বঙ্গে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে আশার কথা হলো, হাতির সংখ্যা বাড়লেও হাতির আক্রমণে মৃত্যুর সংখ্যা কমেছে রাজ্যে। সরকারি পরিসংখ্যান বলছে, ২০২৩–এ হাতির আক্রমণে রাজ্যে ২৮ জনের প্রাণ গিয়েছিল। এ বার সংখ্যাটা কমে ১৩ হয়েছে।