চেন্নাইয়ে চিকিৎসা করাতে যাওয়া রোগীদের খরচ লাঘব করতে সে’রাজ্যে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অতিথিশালা
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: চেন্নাইয়ে পশ্চিমবঙ্গ সরকারের অতিথিশালা তৈরি হতে চলেছে। চিকিৎসার কারণে বাংলার হাজার হাজার মানুষ চেন্নাই-সহ দক্ষিণ ভারতের বেশ কিছু শহরে যান। চিকিৎসার কারণে সেখানে মাসের পর মাস থাকতে হয়। হোটেল খরচ বাবদ ব্যয় হয় কয়েক হাজার টাকা। এর হাত থেকে বাংলার মানুষকে রেহাই দিতেই চেন্নাইয়ে অতিথিশালা তৈরির সিদ্ধান্ত নেয় রাজ্য। নানা কারণে এই প্রকল্প এতদিন বাস্তবায়িত করা যায়নি। নতুন করে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে আবাসন দপ্তরকে। প্রকল্পের সম্ভাব্য খরচ কত হতে পারে, সে’রিপোর্ট জমা পড়েছে অর্থদপ্তরে। অর্থদপ্তর ছাড়পত্র দিলে দরপত্র ডেকে অতিথিশালা তৈরির কাজ শুরু হবে বলে খবর।
অতিথিশালার জন্য চেন্নাইয়ের পল্লিকারানাই এলাকায় জমি কেনা হয়েছে। কীভাবে তা নির্মাণ করা হবে, তার পরিকল্পনা করে ফেলেছে আবাসন দপ্তর। অনলাইনে এই অতিথিশালা বুকিং করা যাবে। জানা গিয়েছে, চিকিৎসা করাতে যাওয়া মানুষের কথা মাথায় রেখে যতটা কম ভাড়া রাখা যায়, সেই সিদ্ধান্ত নিয়েছে বাংলার সরকার।