উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

KLO প্রধানের ছবি নিয়ে মিছিল কোচবিহারে, পৃথক রাজ্যের দাবিতে বাংলাকে অশান্ত করার ছক?

December 10, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কোচবিহারে, কেএলও চিফ জীবন সিংহের ছবি-সহ প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিল হল। মিছিল থেকে দাবি উঠল, কেএলও সুপ্রিমো জীবন সিংহ ও কেএলও প্রধান ডি এল কোচের সঙ্গে দ্রুত শান্তি চুক্তি স্বাক্ষরের মধ্যে দিয়ে গ্রেটার কোচবিহার তথা কামতাপুর রাজ্য পুনর্গঠন। ভাষা ও তফসিলির মর্যাদা প্রদানের দাবিও জানানো হয়।

সোমবার গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের একটি গোষ্ঠী ও কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের যৌথ উদ্যোগে কোচবিহারে মিছিল হয়। গণ স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ হয়। মিছিলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও নিম্ন অসমের বিস্তীর্ণ এলাকা থেকে গ্রেটার সমর্থকরা অংশ নিয়েছিলেন। পৃথক রাজ্যের দাবির সমর্থক আরও কিছু শাখা সংগঠন মিছিলে যোগ দিয়েছিল।

কেএলও চিফ জীবন সিংহের ভিডিও বার্তা মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তিনি কোথায় আছেন তা স্পষ্ট নয়। কয়েক মাস আগে পৃথক রাজ্যের দাবিতে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল গঠিত হয়েছে। জীবনের ছবি-সহ কোচবিহারের রাজপথে দুই সংগঠনের মিছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

দুপুরে মিছিল বের হয়। শহর পরিক্রমা করে কোচবিহারের জেলাশাসকের দপ্তরের সামনে পৌঁছয় মিছিল। কয়েক হাজার সমর্থক মিছিলে শামিল হয়েছিলেন। পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। মিছিলের ফলে শহরের একাংশে ব্যাপক যানজট হয়। সংগঠনের নেতৃত্ব অতিরিক্ত জেলাশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি পাঠায়। কেএসডিসি ও গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন যৌথভাবে প্রাক্তন কেএলও জীবন সিংহের ছবি বুকে নিয়ে স্মারকলিপি দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #North Bengal, #Coochbehar, #KLO, #Rally, #klo chief

আরো দেখুন