রাজ্য বিভাগে ফিরে যান

ফুলবদলে জোড়াফুলে ‘ঘর ওয়াপসি’ প্রাক্তন তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল!

December 10, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তৃণমূলে ফিরলেন প্রবীর ঘোষাল! সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে তাঁকে দেখা গিয়েছে। তৃণমূল সূত্রে খবর, নিয়মিত দলের মিছিল, মিটিংয়ে থাকবেন তিনি।

২০১৬-র বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া কেন্দ্র থেকে প্রবীণ সাংবাদিক প্রবীর ঘোষালকে প্রার্থী করেছিল তৃণমূল। ভোটে জিতে বিধায়ক হন প্রবীর ঘোষাল। ২০২১ সালে বিধানসভা ভোটের মুখে ফুল বদলে বিজেপিতে যোগদান করেন তিনি। বিজেপি তাঁকে উত্তরপাড়া বিধানসভা আসনে প্রার্থী করে। কিন্তু তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিকের কাছে হেরে যান তিনি।

বিজেপিতে যোগদানের কিছুদিনের মধ্যেই দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। রাজনীতিতে নিষ্ক্রিয়-ই হয়ে গিয়েছিলেন প্রবীর ঘোষাল। এবার ফের তৃণমূলে ‘ঘর ওয়াপসি’ করলেন তিনি। প্রবীর ঘোষাল যে তৃণমূলে ফিরতে চলেছেন, তার ইঙ্গিত মিলেছিল এবার লোকসভা ভোটে।

হুগলির শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী অধুনা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়ার সময় সঙ্গী ছিলেন প্রবীর। প্রবীর ঘোষালের তৃণমূলে ফেরা নিয়ে তখন থেকেই জল্পনার শুরু। অবশেষে সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে ফের তৃণমূলের হয়ে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেন প্রবীর ঘোষাল। সূত্রের খবর, প্রবীর ঘোষালকে দলে ফিরিয়ে নেন তৃণমূল নেত্রী। যদিও তৃণমূলের তরফে অনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #tmc, #Trinamool Congress, #Prabir Ghoshal

আরো দেখুন