উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

‘পাখির চোখ’ শিল্প! উত্তরবঙ্গের তিন জেলায় ৯০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব

December 10, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তরবঙ্গের তিন জেলার ক্ষুদ্র শিল্পে ৯০০ কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে। এই তিন জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার। সোমবার মাটিয়ালি ব্লকের বাতাবাড়ির ট্যুরিজম প্রপার্টিতে একদিনের শিল্প বাণিজ্য সম্মেলন ‘‌সিনার্জি’‌ অনুষ্ঠিত হয়েছিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। সূত্রের খবর, এই সম্মেলনে প্রায় ৯০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে তিন জেলার উদ্যোগপতিদের কাছ থেকে। নতুন বছরে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের ক্ষেত্রে উত্তরবঙ্গের তিন জেলায় প্রায় ৮,৬০০ কোটি টাকার বিনিয়োগ হতে পারে। ফলে প্রায় এক লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে আশা করা যায়।

জানা গিয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এবং কোচবিহার এই তিন জেলায় MSMEs বা মাইক্রো, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইজ সেক্টরে ২০২৩–২৪ অর্থবর্ষে ৫০২৯ কোটি টাকা, ২০২৪–২৫ অর্থবর্ষের সেপ্টেম্বর পর্যন্ত ৩৭৬৪ কোটি টাকা ব্যাঙ্ক ঋণ দেওয়া হয়েছে। এই তিন জেলায় ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত এমএসএমই’‌র সংখ্যাটা ছিল ৯২ হাজার ৬৭। রাজ্য সরকারের SAIP বা ‘‌স্টেট অ্যাপ্রুভড ইন্ডাস্ট্রিয়াল পার্ক’‌ প্রকল্পের অধীনে জলপাইগুড়ি জেলার মোট ১৫০ একর জমিসহ মোট ৭টি শিল্প পার্ককে অনুমোদন দিয়েছে। এর মধ্যে চূড়ান্ত অনুমোদন পেয়েছে ৩টি পার্ক। আর বাকি ৪টি পার্ক নীতিগতভাবে অনুমোদন পেয়েছে। ২টি পার্ক ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। এই শিল্প পার্কগুলিতে ৬০০ কোটি টাকা বিনিয়োগ এবং ৭ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা আছে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের অধীনে এই তিনটি জেলায় ব্যাঙ্ক থেকে অনুমোদিত অর্থের পরিমাণ ৫৬.৪২ কোটি টাকা। এই তিন জেলায় যা আগামী বছরগুলিতে ৮,৬০০ কোটি টাকা বিনিয়োগ হতে পারে। ফলে আগামীদিনে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় প্রায় ১ লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#North Bengal, #Invest, #Industrialists, #industries

আরো দেখুন