বিনোদন বিভাগে ফিরে যান

কার জন্য মধুমিতার জীবনে এখন শুধুই বসন্ত?

December 10, 2024 | 2 min read

— ছবি সৌজন্যে: ইন্সটাগ্রাম

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রেমের নতুন গান লিখেছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। মনের খাতায় নাম জুড়েছে এক বিশেষ মানুষের। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমানো পর্যন্ত, অভিনেত্রীর জীবনের প্রতিটা মুহূর্তের সঙ্গে জুড়ে গিয়েছে সেই মানুষটা। নাম দেবমাল্য চক্রবর্তী। একেবারে অন্য পেশার মানুষ। বিনোদন জগতের সঙ্গে তাঁর যোগ নেই। সেই দেবমাল্যরই প্রেমে পড়েছেন অভিনেত্রী। চলতি বছর দুর্গাপুজোর সময়ই মনের মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেন মধুমিতা। দীর্ঘ ৫ বছরের রিলেসনশিপ স্ট্যাটাস বদলে গিয়েছে মুহূর্তেই। সিঙ্গল থেকে হয়েছেন মিঙ্গল। বিয়ে পর্যন্তও ভাবনা-চিন্তা করে ফেলেছেন অভিনেত্রী। এমনই খবর টলিপাড়া সূত্রে। ফলে অভিনেত্রীর জীবনে এখন ভরা বসন্ত!

— ছবি সৌজন্যে: ইন্সটাগ্রাম

মধুমিতার জীবন বরাবরই বিতর্কে মোড়া। ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট—সবই চর্চার কেন্দ্রবিন্দুতে। একক মা বা বিবাহবিচ্ছিন্না হওয়ার জন্য সমাজের সমালোচনা সহ্য করেছেন তিনি। স্বাধীনতা দিবসে বানান ভুল বা গনেশ পুজোর ছবির জন্য ট্রোলড হলেও সমালোচকদের কড়া জবাব দিতে পিছু হটেননি মধুমিতা। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি সমালোচনার বিরুদ্ধে সোজাসাপ্টা মত প্রকাশ করেছেন।

— ছবি সৌজন্যে: ইন্সটাগ্রাম

বিচ্ছেদের পর নিজের কেরিয়ারকে ফোকাস করেছেন মধুমিতা। টেলিভিশন থেকে সিনেমা, ওয়েব সিরিজ—সব মাধ্যমেই তিনি সফল। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখি চরিত্রে অভিনয় করে খ্যাতির শীর্ষে ওঠেন তিনি। ‘চিনি’, ‘লভ আজকাল পরশু’, ‘ট্যাংরা ব্লুজ’–এর মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। শিগগিরই বলিউডেও অভিষেক করতে চলেছেন তিনি। এক ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজে আইপিএস অফিসারের চরিত্রে দেখা যাবে তাঁকে।

— ছবি সৌজন্যে: ইন্সটাগ্রাম
TwitterFacebookWhatsAppEmailShare

#Tollywood, #Madhumita Sarcar, #Madhumita

আরো দেখুন