উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

শীঘ্রই কার্শিয়াং, কালিম্পং, মিরিকে পুরভোট, কী ইঙ্গিত পুরমন্ত্রীর কথায়?

December 10, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কার্শিয়াং, কালিম্পং, মিরিকে শীঘ্রই পুরভোট হতে চলছে বলে ইঙ্গিত মিলেছে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কথায়। উল্লেখ্য, ২০১৭ সালে শেষবার ওই তিন পুরসভার নির্বাচন হয়েছিল। এখন প্রশাসকের মাধ্যমে কাজ চালানো হচ্ছে। পাহাড়ে পুরভোট হতে চলেছে খুব তাড়াতাড়ি। সোমবার বিধানসভায় এমনই ইঙ্গিত দিলেন পুরমন্ত্রী। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, দ্রুত পাহাড়ের তিনটি পুরসভায় ভোট হবে। পাহাড়বাসী আরও ভালো পরিষেবা পাবেন বলে জানান ফিরহাদ।

পাহাড়ের চার পুরসভা দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ান, মিরিকে ২০১৭ সালে ভোট হয়েছিল। গোর্খা জনমুক্তি মোর্চা তিনটি পুরসভায় ক্ষমতা দখল করলেও মিরিকে জয়ী হয় তৃণমূল। পুরসভারগুলির মেয়াদ শেষ হয় ২০২৩ সালে। একমাত্র দার্জিলিং পুরসভায় ভোট হয়।

আরও পড়ুন: বসে ললিপপ খাব, ভাববার কোনও কারণ নেই – বাংলাদেশের বিজিবির বক্তব্যের করা জবাব মমতার

বাকি তিন পুরসভা; কার্শিয়াং, কালিম্পং, মিরিকে ২০১৭ সালের পর থেকে আর কোনও ভোট হয়নি। প্রশাসক কাজ চালাচ্ছেন। ২০২২ সালে রাজ্যে পুরভোট হলেও এই তিনটি পুরসভায় নির্বাচন হয়নি। পাহাড়ের এই তিন পুরসভায় দ্রুতই ভোট হবে বলে সোমবার আশ্বাস দিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে তিনি একথা জানান। ২০২৭ সালে রাজ্যে পরবর্তী পুরভোট হবে। ২০২৬ সালে রয়েছে বিধানসভা নির্বাচন। যদিও পাহাড়ের তিন পুরসভার ভোট তার আগেই হতে পারে বলে মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kurseong, #FirhadHakim, #Mirik, #North Bengal, #Kalimpong, #Municipal Election

আরো দেখুন