আজকের মধ্যেই দিতে হবে প্রমাণ, অশোক দিন্দার দাবি ঘিরে কড়া অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ অর্থাৎ মঙ্গলবারের মধ্যেই প্রমাণ দিতে হবে ময়নার বিধায়ক অশোক দিন্দাকে। অন্যথায় বিধানসভা রুল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ প্রসঙ্গত, কেন্দ্রের তরফে ৫০ কোটি টাকা দেওয়ার যে দাবি দিন্দা করেছেন, সে বিষয়ে প্রমাণ দিতে হবে তাঁকে।
আরও পড়ুন: অ্যাপ ডাউনলোড করেই ‘পারমিশন বক্স’-এ ‘টিক’ দিচ্ছেন? আটকে পড়ছেন প্রতারণার জালে
বিধানসভার পূর্ববতী অধিবেশনে অশোক দিন্দা দাবি করেছিলেন, জলপাইগুড়িতে বিশ্ববাংলা স্টেডিয়াম গড়তে কেন্দ্র ৫০ কোটি টাকা দিয়েছে। চলতি অধিবেশনে ক্রীড়া মন্ত্রী অরুপ বিশ্বাস বলেন এমন টাকা দেওয়া হয়নি। বিধানসভায় বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে। তার প্রেক্ষিতেই অধ্যক্ষ প্রমাণ চেয়েছেন। ক্রীড়া মন্ত্রীর কথায়, “অশোক দিন্দা আজকেও মিসগাইড করছেন। উনি হাউজে বলেছেন ৫০ কোটি টাকা দেওয়া হয়েছে। কেন্দ্র সরকার ৫০ কোটি টাকা দিয়েছে তা প্রমাণ করতে হবে ওনাকে।”