আরজি কর মামলা: সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে, পরবর্তী শুনানি ১৭ মার্চ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলার শুনানিতে দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান, সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে।
৪৩ জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রোজ নিম্ন আদালতে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ধর্ষণ মামলার শুনানি হচ্ছে। সেই শুনানি প্রক্রিয়া আগামী মাসের মধ্যেই শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। মোট ৫২ জন সাক্ষী আছেন বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট।
গত ৭ নভেম্বর শীর্ষ আদালতে আরজি কর মামলার শুনানি হয়েছিল। প্রায় এক মাস পর আজ ওই মামলার শুনানি হল সুপ্রিম কোর্টে। বেলা ১১টা নাগাদ প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি শুরু হয়। এদিন প্রধান বিচারপতি জানান, আরজি কর মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৭ মার্চ।