পাখির চোখ ২০২৬, মাদারিহাট মডেলে ভর করে পাহাড় জয়ের নীলনকশা তৃণমূলের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তর দখলই পাখির চোখ তৃণমূলের। রাজ্যসভার মনোনয়ন জমা দিয়েই ছাব্বিশের ঘুঁটি সাজাতে নেমে পড়লেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। চা বলয়ে আগামী বছর তিন জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত লাগাতার সংগঠনের বুথওয়াড়ি সম্মেলন চলবে। কোন বুথে জয়, কোন বুথে হার, জয়ের পিছনে কোন কোন ফর্মুলা কাজ করেছে, হারের জন্য কী দায়ী, বুথ সম্মেলনগুলিতে তার বিশ্লেষণ হবে। দু-দফায় জানুয়ারি মাসব্যাপী কর্মসূচি সাজানো হয়েছে। প্রথমে তিন থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির ৪৮৩টি বুথে, বুথ সম্মেলন হবে। ১৫ জানুয়ারি আলিপুরদুয়ারের পিএফ অফিস ঘেরাও হবে। পরদিন জলপাইগুড়ি পিএফ অফিস ঘেরাও হবে। ১৮, ১৯, ২০ জানুয়ারি দার্জিলিং সমতলের ৭৮টি বুথ ধরে লাইন মিটিং হবে। ২১ তারিখ শিলিগুড়ির প্রধাননগরে পিএফ অফিস ঘেরাও হবে।
তিন জেলার মোট আটটি বিধানসভা এলাকায় আইএনটিটিইউসি অনুমোদিত তৃণমূল চা বাগান শ্রমিক সংগঠনের বুথ সম্মেলন হবে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি; দুই জেলার ক্ষেত্রে কুমারগ্রাম, মাদারিহাট, ফালাকাটা, কালচিনি, নাগরাকাটা, মালবাজার সব মিলিয়ে ছয়টি বিধানসভা এলাকা এই বুথ সম্মেলনের আওতায় আসবে। দার্জিলিং সমতলে মাটিগাড়া-নকশালবাড়ি, ফাঁসিদেওয়া-খড়িবাড়ি এই দুটি বিধানসভা কেন্দ্র। শুধু জানুয়ারিতেই নয়, ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বার্ষিক কর্মসূচি গুছিয়ে ফেলেছে তৃণমূলের শ্রমিক সংগঠন।
চটকল এলাকায় একইভাবে বুথ সম্মেলন করার পরিকল্পনা করা হয়েছে। ঋতব্রতর কথায়, যে ৪৮৩টি বুথে প্রথম সম্মেলন হবে, ২০১৯-র লোকসভায় তার মধ্যে মাত্র ১৫টিতে তৃণমূল জিতেছিল। চলতি বছরের লোকসভায় তার মধ্যে ২৪৪টিতে জয় এসেছে। চা শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পিত প্রকল্প ও দলীয় সংগঠনের নিবিড় জনসংযোগই ফলাফল সামনে এনে দিয়েছে। মানুষ সরকারি পরিষেবা পাচ্ছেন। ফলে সেখানকার মানুষ তৃণমূলের পাশে দাঁড়িয়েছেন।
২০১৯ থেকে ২০২৪, পাঁচ বছরের মধ্যে চা বাগানের শ্রমিকদের ন্যূনতম চাহিদা মেটানোর উপর জোর দিয়ে বুথওয়াড়ি শক্তিবৃদ্ধির কাজ করছে তৃণমূলের শ্রমিক সংগঠন। লোকসভা ভোটে তার ক্ষেত্র প্রস্তুত হয়েছিল। মাদারিহাট বিধানসভায় ২৪টি চা বাগানে ১০০টি বুথ রয়েছে। গত লোকসভা ভোটে যার মধ্যে ১০টি বুথে বিজেপির থেকে পিছিয়েছিল তৃণমূল। বিজেপির দখলে ছিল ৫৫টি বুথ। তৃণমূলের দখলে ছিল ৪৫টি। উপনির্বাচনে তৃণমূলের হাতে চলে এসেছে মোট ৮১টি বুথ। বিজেপির দখলে বাকি ১৯টি। বিজেপিকে মোট ১৪,৭৩৩ ভোটে হারিয়ে মাদারিহাটের চা বলয়ের দখলে নিয়েছে তৃণমূল। তৃণমূল চা বলয়ে পেয়েছে ৩৫,৩৩৮ ভোট। বাকি ২০ হাজার ৬০৫ ভোট পেয়েছে বিজেপি। এই ফর্মুলায় ভর করে উত্তরের গোটা চা বলয় দখল করতে নামছে জোড়াফুল শিবির।