← রাজ্য বিভাগে ফিরে যান
অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হবে দিঘার জগন্নাথ মন্দির, জানালেন মুখ্যমন্ত্রী
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার দিঘার জগন্নাথ মন্দির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েই তিনি জানান, আগামী বছর ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে এই মন্দিরের। মমতা জানান, এ বার থেকে রথযাত্রা শুরু হবে দিঘার জগন্নাথ মন্দির থেকে। সোনার ঝাড়ুর জন্য নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ টাকা দেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুধু তাই নয়, কালীঘাটের প্যাঁড়া থেকে শুরু করে গজা, গুজিয়া পাওয়া যাবে মন্দির চত্বর থেকে। ২০১৯ সালে ২০ একর জায়গায় দিঘায় পুরীর মন্দিরের আদলে জগন্নাথ মন্দির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে জগন্নাথ মন্দিরের জন্য ট্রাস্ট বোর্ড গঠন করা হয়েছে। ২০ একর জায়গায় তৈরি হয়েছে এই জগন্নাথ মন্দির।