← দেশ বিভাগে ফিরে যান
আগামী শনিবার আবারও দিল্লি চলোর ডাক কৃষকদের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী শনিবার আন্দোলনকারী কৃষকরা ফের দিল্লি চলোর ডাক দিচ্ছেন। মঙ্গলবার, পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে কৃষক নেতা এসএস পান্ধের দিল্লি চলো কর্মসূচির ঘোষণা করেছেন। তিনি বলেন, বিজেপি সরকারের পুলিশের ভয়ে পিছু হঠার কোনও প্রশ্নই নেই।
তিনি আরও বলেন, ১৪ ডিসেম্বর ফের শম্ভু সীমানা থেকে দিল্লির উদ্দেশ্যে যাবেন তাঁরা। হরিয়ানার বিজেপি সরকারের উদ্দেশ্যে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে আন্দোলনকারী কৃষকরা বলেছেন, বিজেপি সরকার ও তার পুলিশ-প্রশাসন যা পারে করে নিক। পঞ্জাব-হরিয়ানা সীমানার আন্দোলনকারী কৃষকরা গত সপ্তাহে দু’দফায় দিল্লি চলো অভিযান করেছিলেন। পুলিশ কৃষকদের সীমানা পেরতে দেয়নি। পঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমানা দফায় দফায় উত্তপ্ত হয়েছে। মনে করা হচ্ছে, ১৪ ডিসেম্বর ফের সংঘাতের পরিস্থিতি তৈরি হতে চলেছে।