উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

ডুয়ার্স-প্রেমীদের জন্য সুখবর, হাতিদের স্নান দেখতে পারবেন পর্যটকরা

December 11, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডুয়ার্স-প্রেমীদের জন্য সুখবর। জলপাইগুড়ি গোরুমারা অভয়ারণ্যে পর্যটকদের জন্য থাকছে এক নতুন চমক। মাহুতরা হাতিদের কীভাবে স্নান করায়, তা দেখতে পারবেন পর্যটকেরা। হাতিদের এক্কেবারে কাছ থেকে দেখার সুযোগ পাবে পর্যটকরা। হাতি সাফারি থেকে শুরু করে জঙ্গলের ভেতর কম খরচে সরকারি বনবাংলোয় থাকার সুযোগ, রাতযাপনের সুযোগের পর এবার বন্যপ্রাণকে কাছ থেকে দেখার সুযোগ করে দিল দপ্তর।

নয়া পরিষেবার মধ্যে দিয়ে পর্যটকদের ভীড় বাড়বে। পাশাপাশি এলাকার অর্থনৈতিক দিকেরও বদল হবে। গোরুমারার ধূপঝোড়াতেও পর্যটকদের জন্য নয়া ব্যবস্থা থাকছে। বহুদিন বন্ধ থাকার পর খুব শীঘ্রই বিশেষ পর্যটন পরিষেবা চালু হতে চলেছে। বছর শেষে ডুয়ার্স প্রেমীদের জন্য নতুন ও রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে অপেক্ষা করছে জঙ্গল।

TwitterFacebookWhatsAppEmailShare

#dooars, #tourists, #elephant bathing

আরো দেখুন