রাজ্য বিভাগে ফিরে যান

আতঙ্ক ঝাড়গ্রামে, এলাকায় টহল দিচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার!

December 11, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাঘের আতঙ্কে কাঁপছে ঝাড়গ্রাম। বনদপ্তর সূত্রে খবর, ওড়িশার সিমলিপালের রিজার্ভ ফরেস্ট থেকে বাঘটি ঝাড়খণ্ডের চাকুলিয়া এলাকার বনাঞ্চলে চলে গিয়েছে। চাকুলিয়ার সীমান্তে রয়েছে ঝাড়গ্রামের জামবনি ব্লক। ওই ব্লকের গ্রামগুলির সঙ্গে চাকুলিয়ার দূরত্ব দেড় কিমি থেকে তিন কিমির মধ্যে। ঝাড়গ্রামের ডিএফও উমর ইমামের নেতৃত্বে জামবনি ব্লকের গিধনি, জামবনি-সহ অন্যান্য রেঞ্জগুলির অফিসার, বনকর্মীরা ঝাড়খণ্ড সীমানা এলাকায় নজরদারি চালাচ্ছেন।

ওড়িশার সিমলিপাল অভয়ারণ্য থেকে ক’দিন আগে একটি রয়্যাল বেঙ্গল টাইগার বনাঞ্চল ধরে ঝাড়খণ্ডের দিকে এসেছে। বাঘটি ঝাড়খণ্ডে থেকে ঝাড়গ্রাম দিকে এগোচ্ছে। তাতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাঘটি স্ত্রী বাঘ। একাধিক জঙ্গলে ট্র্যাপ ক্যামেরা রয়েছে। সেই ট্র্যাপ ক্যামেরার মধ্যে কিছু ধরা পড়ে কিনা তার জন্য ওত পেতে বসে আছেন বন কর্মীরা। প্রয়োজনে ড্রোন উড়িয়ে বাঘের অবস্থান দেখা হবে।

ছ’বছর আগে লালগড়ে বাঘ চলে এসেছিল। বাঘটি দু’‌মাস লালগড় থানা এলাকার নানা জঙ্গলে ঘোরাফেরা করত। জামবনি ব্লকের গ্রামগুলিতে আতঙ্ক দানা বেঁধেছে। মানুষজনকে আতঙ্কিত না-হওয়ার জন্য বার্তা দিয়েছে। ২৪ ঘণ্টা মনিটরিং চলছে ওই সব এলাকায়। বনদপ্তর সূত্রে খবর, বাঘটি এখন চাকুলিয়ার জঙ্গলে আছে। যেকোনও মুহূর্তে তা ঝাড়গ্রামে ঢুকে পড়বে। সকলেই সতর্ক নজর রাখছে। তিন থেকে চারটি রেঞ্জের মধ্যে সমন্বয় রেখে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Royal Bengal Tiger, #JHARGRAM, #tiger

আরো দেখুন