পরীক্ষায় পাশ না-করতেই MS হিসাবে প্র্যাকটিস! আরজি কর আন্দোলনের চিকিৎসক নেতাকে ঘিরে বিতর্ক
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পরীক্ষায় এখনও পাশ করেননি! তার আগে থেকেই বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে রোগী দেখতে আরম্ভ করেছেন, এমনই অভিযোগ আরজি কর আন্দোলনের অন্যতম মুখ ডা. আসফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। এ ঘটনা প্রকাশ্যে আসতেই আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে তদন্তের দাবি উঠছে।
জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন প্রমাণ দিয়ে দেখিয়েছে, হুগলির কিউরেন্টার হেলথকেয়ার নামে একটি বেসরকারি হেলথ সেন্টারে চুটিয়ে প্র্যাকটিস করছেন আসফাকুল্লা। ২০২২ সালে ওই হেলথ সেন্টারের চিকিৎসক তালিকায় জ্বলজ্বল করছে আসফাকুল্লার নাম। তাঁর পরিচয় দেওয়া হয়েছে নাক-কান-গলা বিশেষজ্ঞ হিসাবে। লেখা রয়েছে, এমবিবিএস (ক্যাল)-এমএস (ইএনটি)। এতেই তুঙ্গে বিতর্ক।
জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের দাবি, ২০২২ সালে আরজি কর মেডিক্যাল কলেজে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি হিসাবে দিয়েছিলেন আসফাকুল্লা। এখানেই প্রশ্ন, ইএনটি-র প্রথম বর্ষের ট্রেনি কীভাবে স্পেশালিস্ট লিখে ডাক্তারি শুরু করলেন? ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের নিয়ম অনুযায়ী কোনও পিজিটি বেসরকারি নার্সিংহোমে, স্বাস্থ্যকেন্দ্রে প্র্যাকটিস করতে পারে না। এ ঘটনা আদতে আইন লঙ্ঘন। স্বাস্থ্য দপ্তরের কাছে এই ঘটনা নিয়ে পদক্ষেপ করার দাবিতে আর্জি জানিয়েছে জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন।