রাজ্য বিভাগে ফিরে যান

সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে গোটা বাংলার পুর এলাকার নাগরিকেরা সম্পত্তি কর নির্ধারণ করতে পারবেন

December 11, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কেবল কলকাতা পুরসভার বাসিন্দারা নন, রাজ্যের সব পুরসভার নাগরিকেরা এবার থেকে স্ব-মূল্যায়ন বা সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে নিজেরাই সম্পত্তি কর নির্ধারণ করতে পারবেন। কলকাতা পুর এলাকায় চালু থাকা ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট পদ্ধতি রাজ্যের অন্য সব পুরসভায়ও শীঘ্রই চালু হতে চলেছে। সম্পত্তির অবস্থান ও প্রকৃতি, কোন এলাকা, কোন কাজে লাগানো হচ্ছে ইত্যাদি বেশ কয়েকটি মাপকাঠিতে বিবেচনা করে প্রতি বর্গফুট অনুযায়ী সম্পত্তি করের হার নির্ধারণ করার একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি হল সেলফ অ্যাসেসমেন্ট। করদাতা নিজেই সম্পত্তি করের সেল্ফ অ্যাসেসমেন্ট বা স্ব-মূল্যায়নের সুযোগ পাবেন।

সোমবার বিধানসভায় ‘দি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সংশোধনী বিল’ এবং ‘দি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন সংশোধনী বিল’ পাশ হয়। রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা বলছেন, পশ্চিমবঙ্গ ভ্যালুয়েশন বোর্ড বা সংশ্লিষ্ট পুরসভা প্রতিটি স্কিম সংক্রান্ত চূড়ান্ত তালিকা প্রকাশ করার পর স্ব-মূল্যায়নের সুযোগ পাবেন করদাতারা। নাগরিকদের জমা দেওয়া তথ্যের ভিত্তিতে এক বছরের মধ্যে সম্পত্তি করের পরিমাণ চূড়ান্ত করবে পুরসভাগুলি। করদাতারা কোনও কারচুপি করে ধরা পড়লে মোটা টাকা জরিমানাও গুনতে হবে। নির্ধারিত সম্পত্তি করের ৩০ শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে বলে জানাচ্ছেন তাঁরা। প্রতিটি পুরসভায় অনলাইনে সেল্ফ অ্যাসেসমেন্টের তথ্য জমা দেওয়ার সুযোগ থাকবে।

কয়েকটি পুরসভায় সম্পত্তি কর মূল্যায়নের (ভ্যালুয়েশন) কাজ পাঁচ বছর ধরে হয়নি। সেসব ক্ষেত্রে নয়া কর নির্ধারণ না হওয়া পর্যন্ত আগের তুলনায় ১০ শতাংশ সম্পত্তি কর বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। সমস্ত এলাকায় ভ্যালুয়েশনের কাজ শেষ হলে যদি দেখা যায় সম্পত্তি করের হার আরও বেড়ে গিয়েছে, তাহলে তা কমানোর আইনি সংস্থানও থাকছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #KMC, #property tax, #municipal area

আরো দেখুন