রাজ্য বিভাগে ফিরে যান

বন্ধ হবে বাসের রেষারেষি, কী পদক্ষেপ পরিবহণ দপ্তরের?

December 11, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাসে-বাসে রেষারেষির ঘটনা লেগেই থাকে। একাধিক স্টপেজে ভালোভাবে না থেমেই ছুটতে থাকে বাসে। এবার এই রেষারেষি বন্ধ করতে কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য পরিবহণ দপ্তর। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে নজরদারি করবে পরিবহণ দপ্তর।

একটি অ্যাপ থাকবে। অ্যাপের মাধ্যমে নজরদারি চালাবে সরকার। চালক কী গতিতে বাস চালাচ্ছেন তা ধরে ফেলবে সরকার। বাস চালাতে বসলে চালকদের অ্যাপে লগ ইন করতে হবে। এরপর তিনি যতক্ষণ বাস চালাবেন, ততক্ষণ লগ ইন করা থাকবে। এরপরই নজর রাখতে পারবে পরিবহণ দপ্তর। কোথাও নিয়ম ভাঙলে ধরে ফেলবে সরকার। রেষারেষি, দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতেই নয়া উদ্যোগ।
বেপরোয়াভাবে বাস চালালেই ধরবে সরকার। কতটা গতিতে বাস চালাচ্ছে, সেটা খতিয়ে দেখবে সরকার। যদি দেখা যায়, একের পর এক নিয়ম ভাঙছেন চালক তবে চালকের লাইসেন্স সাময়িকভাবে ব্লক করে দেওয়া হবে।

আরও বলা হয়েছে, নেশা করে বাস চালানো যাবে না। চালক স্বাভাবিক অবস্থায় রয়েছেন কি না তা পরীক্ষার ব্যবস্থা রাখতে হবে। বাসের যন্ত্রপাতি ঠিকঠাক রয়েছে কি না তা নিয়মিত পরীক্ষা করতে হবে। কোনও গাফিলতি বরদাস্ত করা হবে হয় বলেও জানানো হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bus Race, #New Bus App, #bus, #Transport department

আরো দেখুন