স্বাস্থ্য বিভাগে ফিরে যান

দেশের ৫৪% বয়স্ক নাগরিকই কো-মর্বিডিটির শিকার, বলছে সমীক্ষা রিপোর্ট

December 13, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গেছে দেশের ৫৪% বয়স্ক নাগরিক কো-মর্বিডিটির শিকার। তাঁরা দুই বা তার বেশি রকম নন-কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ সহজে সারে না এমন রোগে আক্রান্ত। হেল্প এজ ইন্ডিয়া নামক সংস্থা এই সমীক্ষা চালায়।

সমীক্ষায় দেখা গেছে, ২৬% প্রবীণ নাগরিক যে কোনো এক রকমের নন-কমিউনিকেবল ডিজিজে আক্রান্ত। ২০% বয়স্ক ভারতীয় কোনো রকম রোগে আক্রান্ত নন। তবে ৮০ বছর বা তার বেশি যাঁদের বয়স সেই সব ভারতীয়রা দুই বা তার বেশি রকমের নন-কমিউনিকেবল ডিজিজে আক্রান্ত। ভারতের বয়স্ক নাগরিকদের জন্য কাজ করে ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত সংস্থা হেল্প এজ ইন্ডিয়া। ১০টি রাজ্যের ২০টি শহরে ৫ হাজারের বেশি বয়স্ক ভারতীয় ও তাঁদের দেখাশোনার দায়িত্বে থাকা ১৩০০ জন কেয়ারগিভারকে নিয়ে এই গবেষণা চালানো হয়।

সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, ৭৯% বয়স্ক ভারতীয় গত এক বছরে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে গেছেন। ৫০% প্রবীণ নাগরিক চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালের ওপর নির্ভরশীল। ৩৯% বয়স্কদের কাছে স্মার্টফোন আছে। তাঁরা ডিজিটাল গ্যাজেট ব্যবহারে সড়গড়। কিন্তু ৫৯% প্রবীণ নাগরিকের কাছে কোনো রকম বৈদ্যুতিক গ্যাজেট নেই। ৪৭% পুরুষের কাছে স্মার্টফোন আছে। ৬০-৬৯ বছর বয়সি এমন ৪৩% ভারতীয় স্মার্টফোনে স্বচ্ছন্দ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Health, #senior citizens, #co-morbidity

আরো দেখুন