সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ুকে নিয়ে আবেগের জোয়ার বইছে আসমুদ্রহিমাচলে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দাবায় বিশ্বচ্যাম্পিয়ন ভারতের ডি গুকেশ। সর্বকনিষ্ঠ হিসাবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড করলেন তিনি। শেষ গেমে চিনের ডিং লিরেনকে হারিয়ে খেতাব জিতলেন ১৮ বছরের গুকেশ। ৭.৫-৬.৫ ফলে হারিয়ে দিলেন চিনের প্রতিপক্ষকে। কালো ঘুটি নিয়ে জিতলেন গুকেশ।
সর্বকনিষ্ঠ এই বিশ্বচ্যাম্পিয়নকে নিয়ে এখন রীতিমতো আবেগের জোয়ার বইছে আসমুদ্রহিমাচলে। এক্স হ্যান্ডেলে অভিনন্দন জানান রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। তিনি লেখেন, ‘দেশকে গর্বিত করেছে গুকেশ। দাবায় ভারতের দাপট আরও একবার প্রমাণিত। ওকে আন্তরিক অভিনন্দন জানাই। ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য, ‘অসাধারণ কৃতিত্ব। গুকেশের খেতাব জয় বাকিদের অনুপ্রাণিত করবে। গোটা দেশের কাছে আজ অত্যন্ত খুশির দিন।’ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ‘সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বখেতাব জয়ের ইতিহাস রচনার জন্য গুকেশকে অভিনন্দন। বিস্ময় বালকের সাফল্যে আমরা গর্বিত।’
আবেগপ্রবণ প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দও। উল্লেখ্য, শেষবার ২০১৩ সালে বিশ্বখেতাব ঘরে তুলেছিলেন ভিশিই। এবার তাঁর প্রশিক্ষণেই বিশ্বচ্যাম্পিয়ন হলেন গুকেশ। শিষ্যের সাফল্যে উচ্ছ্বসিত আনন্দের মন্তব্য, ‘মাত্র ১৮ বছর বয়সে বিশ্বসেরা। গুকেশ সত্যিই অসাধারণ। দুরন্ত টেম্পারামেন্ট না থাকলে চাপের মুখে এভাবে মাথা ঠান্ডা রাখা যায় না। ওর সাফল্য পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। সাবাস গুকেশ। তোমায় অনেক শুভেচ্ছা।’ আমেরিকার হিকারু নাকামুরা প্রশংসায় ভরিয়েছেন ভারতীয় দাবাড়ুকে।