দেশ বিভাগে ফিরে যান

জামিনে ছাড়া পেয়েই খুন নির্যাতিতাকে, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওড়িশায়

December 13, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জামিনে ছাড়া পেয়ে সুযোগ বুঝে নির্যাতিতাকে খুন করল এক যুবক। ওড়িশার সুন্দরগড় জেলার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত যুবক কুনু কিষাণ ওই কিশোরীকে অপহরণ করে। তারপর গলা কেটে তাকে খুন করে সে। প্রমাণ লোপাটের জন্য শেষপর্যন্ত কিশোরীর দেহ টুকরো টুকরো করে কেটে নদীর জলে ভাসিয়ে দেয় কুনু। এই ঘটনায় অভিযুক্ত ও তার এক সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিস।

গত বছরের আগস্টে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল কুনুকে। গত বছরেরই ডিসেম্বর মাসে সে জামিন পেয়েছিল। তারপর বছরখানেক চুপ থাকার পর চলতি বছরের ডিসেম্বরে সুযোগ বুঝে নির্যাতিতাকে খুন করল সে।

ঝড়সুখুদার পুলিস সুপার পারমার স্মিত পুরুষোত্তমদাস বলেন, ‘গত ৭ ডিসেম্বর ওই নাবালিকার পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়। তার সূত্র ধরেই তদন্ত শুরু হয়েছিল। রাস্তার সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা যায়, ওই নাবালিকা দুই ব্যক্তির সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছে।’ তদন্তকারী অফিসাররা জানান, এআই প্রযুক্তি ব্যবহার করে জানা যায় যে, অভিযুক্ত কুনু সুন্দরগড়ে রয়েছে। অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে সে খুনের কথা স্বীকার করে নেয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Odisha, #Murder Case, #Bail, #Odisha Woman

আরো দেখুন