দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে শুভেন্দুর অভিযোগ নস্যাৎ করে দিলেন রাধারমণ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় মন্দির বানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরী ধামকে অপমান করেছেন। আর তাঁর পাশে দাঁড়িয়ে রাধারমণ দাস কোনও প্রতিবাদ করেননি। শুভেন্দু মমতাকে কটাক্ষ করে বলেছিলেন, ”একজন জগন্নাথদেবের ভক্ত হিসেবে পরিষ্কার বলতে চাই, চার ধামের এক ধাম পুরী ধাম। পুরী ধামকে নকল করবেন না।” পাশাপাশি রাধারমণ দাসকে কটাক্ষ করে তিনি বলেন, ”পুরী ধামকে অপমানিত করা হয়েছে। তাঁর সাক্ষী রইলেন রাধারমণ। পশ্চিমবঙ্গে সবই সম্ভব।”
এ প্রসঙ্গে রাধারমণ দাস বলেন, ”দিঘা আর পুরীর মন্দির এক, একথা আমরাও কেউ বলছি না। ফলে এ নিয়ে বিতর্কের প্রশ্নই নেই। জগন্নাথ মানে জগতের নাথ। তাঁর মন্দির সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকবে এটাই স্বাভাবিক।” তিনি আরও বলেন, ”আমরা ভগবানের সেবক। আমাদের যেখানে ভগবানের সেবা করার জন্য ডাকা হবে আমরা সেখানেই যাব।” যদিও বিরোধী দলনেতা রাজনীতি করছেন কি না তা নিয়ে বিতর্কে জড়াতে চাননি রাধারমণবাবু। তাঁর কথায়, ”আমি আধ্যাত্মিক মানুষ, এ নিয়ে মন্তব্য করব না।”