কলকাতা বিভাগে ফিরে যান

আরজি কর কাণ্ড: প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মন্ডলের জামিনের নির্দেশ আদালতের

December 13, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে জামিনের নির্দেশ দিল আদালত। সিবিআই সময় মতো চার্জশিট দিতে না-পারায় দুই জনেরই জামিন হল। গ্রেপ্তারের ৯০ দিন পরও চার্জশিট দিতে না পারায় তাঁদের, দুই জনের জামিন হল। উল্লেখ্য, গ্রেপ্তারির ৯০ দিনের মধ্যে আদালতে চার্জশিট দিতে হয় তদন্তকারী সংস্থাকে।

আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল সন্দীপ ঘোষকে। তিলোত্তমা হত্যাকাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগও যুক্ত হয় তাঁর বিরুদ্ধে। এরপরেই গ্রেপ্তার হন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আজ দু-জনেই জামিন পেলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bail, #RG Kar case, #Sandip Ghosh, #Abhijit Mondal

আরো দেখুন