ইডি মামলায় পার্থর জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টে। আদালত জানিয়েছে, ১ ফেব্রুয়ারির মধ্যে পার্থ জামিন পাবেন। এ মাসের মধ্যেই চার্জ গঠন করতে হবে ইডিকে। জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে এই মামলার সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার চেষ্টা করবে ট্রায়াল কোর্ট।
তবে সুপ্রিম কোর্ট ইডি মামলায় জামিন মঞ্জুর করেছে। বেল পাওয়ার পরে কোনও তথ্য ও নথি নষ্ট করতে পারবেন না তিনি, এই শর্তে এদিন তাঁর জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট।
২০২২ সালে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়েছিল। এরপরেই অর্পিতার পাশাপাশি পার্থকেও গ্রেপ্তার করা হয়। ইডির দাবি নিয়োগ মামলায় দুর্নীতির অন্যতম চক্রী পার্থ। গ্রেপ্তার হওয়ার পর থেকে জেলেই ছিলেন তিনি। ইতিমধ্যে জামিন পেয়েছেন অর্পিতা।