শীতে পিকনিকের প্ল্যান করছেন? কলকাতার কাছেপিঠে কিছু জায়গার রইল হদিশ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরও একটা শীত এসে পড়ল। শীত মানেই বড়দিন, পরীক্ষা শেষের ছুটি আর হই-হুল্লোড়।
শীতে পিকনিকের প্ল্যান করছেন? ভাবছেন কোথায় যাবেন?
গাদিয়াড়া- হাওড়া জেলার অন্যতম জনপ্রিয় পিকনিক স্পট গাদিয়াড়া৷ হুগলি নদীর তীরে বসে চড়ুইভাতি করার সুযোগ থাকছে৷ রাজ্য সরকারের পর্যটন উন্নয়ন নিগমের রূপনারায়ণ ট্যুরিস্ট লজ রয়েছে৷ সড়কপথে ঘন্টা দুয়েক সময় লাগতে পারে যেতে।
গড়চুমুক- হাওড়ার শ্যামপুর এলাকার অন্যতম জনপ্রিয় স্পট। দামোদর নদের শোভা চাক্ষুষ করতে পারবেন শীতের দুপুরে খেতে খেতে। জেলা পরিষদ পরিচালিত হলিডে হোম রয়েছে এখানে।
বাকসি- বাগনান থেকে খানিকটা গেলেই বাকসি। নদীর ধারে পিকনিক করা যায়৷ পিকনিক করতে হলে, আগে থেকে যোগাযোগ করতে হবে।
কল্যাণী পিকনিক গার্ডেন- কল্যাণী সীমান্ত স্টেশনের কাছে রয়েছে সুন্দর গার্ডেন। পিকনিক করার জন্য আগে থেকে যোগাযোগ করতে হবে। প্রবেশমূল্য দিতে হবে।
মায়াপুর- শীতের বেলায় কম খরচে পিকনিক করতে হলে মায়াপুরে চলে যেতে পারেন।
কলকাতা থেকে বাস যেতে পারেন মায়াপুর৷ কৃষ্ণনগর থেকে অটোয় মায়াপুর ঘাটে এসে নদী পার হলেই মায়াপুর।
মাইথন- হাতে দু’-এক দিনের ছুটি থাকলে মাইথন ঘুরে আসতে পারেন৷ কাছেই রয়েছে কল্যাণেশ্বরী মন্দির৷ রাজ্য পর্যটন উন্নয়ন নিগমের মাইথন ট্যুরিস্ট লজ, যুব আবাস, পিডবলুডি বাংলো রয়েছে৷
দুর্গাপুর ব্যারেজ- দামোদরের ধারে গাছের ছায়াঘেরা জায়গাখানা পিকনিকের জন্য আদর্শ৷ কাছেই দুর্গাপুর ব্যারেজ৷
গড় মান্দারণ- বিশাল এলাকাজুড়ে ঘন গাছের সারি, গড় মান্দারণ এক মনোরম পিকনিক স্পট৷