বৃষ্টির কারণে বদলে গেল ব্রিসবেনে তৃতীয় টেস্টে সময়সূচি, কখন শুরু হবে খেলা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার, প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ১৪ ওভার। প্রবল বৃষ্টির জেরে ভেস্তে গিয়েছে গাব্বা টেস্টের প্রথম দিন। তার মধ্যেই ক্রিকেটপ্রেমীদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে হাওয়া অফিস। পূর্বাভাস, আগামী পাঁচ দিনই বৃষ্টি হতে পারে ব্রিসবেনে। অর্থাৎ গাব্বা টেস্টের পুরোটাই হয়তো ভেসে যেতে পারে বৃষ্টিতে।
এই পরিস্থিতিতে দ্বিতীয় দিন ম্যাচ শুরুর সময় বদলে গেল। ভারতীয় সময় অনুসারে এই ম্যাচের প্রথম দিন ভোর ৫টা ৫০ মিনিটে শুরু হয়েছিল। কিন্তু, দ্বিতীয় দিন অর্থাৎ রবিবার (১৫ ডিসেম্বর) থেকে বাকি চারদিনই ভোর ৫টা ২০ মিনিট থেকে এই ম্যাচ শুরু হবে। আর প্রতিদিন ৯৮ ওভার করে খেলা হবে। যদি আবহাওয়া সেই অনুমতি দেয় তাহলেই!
তবে বাকি চার দিনও বৃষ্টির আশঙ্কা রয়েছে ব্রিসবেনে। রবিবার বৃষ্টির আশঙ্কা সবচেয়ে কম। মাত্র ৮ শতাংশ। কিন্তু বাকি তিন দিন যথাক্রমে ৮৪ শতাংশ, ৮৪ শতাংশ ও ৫৬ শতাংশ বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে খেলার সময় এগিয়ে আনলেও পুরো খেলা হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। তেমনটা হলে এই টেস্টের ফয়সালা হওয়ার সম্ভাবনা খুব কম।