কোচবিহারের ঐতিহ্যবাহী বাণেশ্বর শিবমন্দির ও দিনহাটার কামতেশ্বরী মন্দির সংস্কার করতে চলেছে রাজ্য
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কোচবিহার জেলার অন্যতম বিখ্যাত তথা প্রাচীন মন্দির হল বাণেশ্বর শিবমন্দির ও দিনহাটার কামতেশ্বরী মন্দির। এবার জেলার প্রাচীন দু’টি মন্দির সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে প্রশাসন। পর্যটন দপ্তরের উদ্যোগে ৮৫ লক্ষ টাকা ব্যয় করা হবে। বাণেশ্বর মন্দিরের জন্য ৩৫ লক্ষ এবং কামতেশ্বরী মন্দিরের জন্য ৫০ লক্ষ টাকা খরচ হবে। কাজের অনুমোদন মিলেছে। ডিপিআর তৈরি করে তা জমা দিলেই আর্থিক অনুমোদন মিলবে।
বাণেশ্বর মন্দিরের পাশে রয়েছে শিবদিঘি। শিবদিঘির সামনে ফাঁকা জায়গায় উদ্য্যন রয়েছে, তারও সংস্কার করা হবে। ট্যুরিস্ট লজ সংস্কার-সহ একাধিক কাজ করা হবে। কামতেশ্বরী মন্দিরের মাঠের সীমানা প্রাচীর-সহ অন্যান্য কাজ করা হবে।
কোচবিহারে আসা পর্যটকেরা প্রায় সবাই বাণেশ্বর মন্দির ও কামতেশ্বরী মন্দির দেখতে আসেন। প্রাচীন মন্দির দু’টির সঙ্গে জড়িয়ে গিয়েছে পর্যটন শিল্প, জড়িয়ে গিয়েছে স্থানীয়দের ভাবাবেগ। কোচবিহারের মহকুমা শাসক কুণাল বন্দ্যোপাধ্যায় বলেন, বাণেশ্বর মন্দিরে পুকুর সংলগ্ন উদ্যান সংস্কার, শৌচাগার নির্মাণ, সীমানা প্রাচীর সংস্কার ও ট্যুরিস্ট লজ সংস্কারের কাজ করা হবে। কামতেশ্বরী মন্দির সংলগ্ন মাঠের সীমানা প্রাচীর নির্মাণ, ভোগঘর নির্মাণ, আলো, পেভার ব্লক, বাগান প্রভৃতির কাজ করা হবে। পরিকল্পনা তৈরি করা হচ্ছে। তা পাঠালেই আর্থিক অনুমোদন মিলবে।