রাজ্য বিভাগে ফিরে যান

Weather Update: সপ্তাহান্তে বহাল থাকছে শীতের আমেজ, শৈত্যপ্রবাহের সতর্কবার্তা রাজ্যে

December 14, 2024 | < 1 min read

সপ্তাহান্তে বহাল থাকছে শীতের আমেজ, শৈত্যপ্রবাহের সতর্কবার্তা রাজ্যে। ছবি সৌজন্যে: street photographers foundation

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রী সেলসিয়াস।

শহরে জাঁকিয়ে শীতের আমেজ বহাল থাকছে সপ্তাহের শেষে। আগামী ২ দিনে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আজ শনিবার ও আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলা, বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তরবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে।আগামী পাঁচ দিন তাপমাত্রার কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ১৮ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#weather office report, #Weather Update, #Weather forecast

আরো দেখুন