রাজ্য বিভাগে ফিরে যান

দেশ বাঁচাও মঞ্চের গণকনভেনশনে বাংলার স্বাস্থ্য ব্যবস্থার প্রশংসায় পঞ্চমুখ ডাঃ কাফিল খান

December 15, 2024 | < 1 min read

কাফিল খান, ফাইল চিত্র।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার স্বাস্থ্য ব্যবস্থার ভূয়সী প্রশংসা করলেন কাফিল খান। এই প্রতিবাদী চিকিৎসকের উপর প্রতিষ্ঠানিক আক্রমণ নামিয়ে এনেছিল ডবল ইঞ্জিন যোগী প্রশাসন।উত্তরপ্রদেশের গোরক্ষপুর হাসপাতালে শিশুমৃত্যুর পর প্রতিবাদের মুখ হয়ে উঠেছিলেন ডাঃ কাফিল খান। শাস্তির খাঁড়া নামিয়ে এনেছিল যোগী আদিত্যনাথের সরকার। দেশ বাঁচাও মঞ্চের গণকনভেনশনে যোগ দিতে শনিবার তিনি কলকাতায় এসেছিলেন। সাফ বুঝিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য বলেই আরজি কর-কাণ্ডে প্রবল বিক্ষোভ-প্রতিবাদের সুযোগ মিলেছে। উত্তরপ্রদেশ হলে প্রতিবাদীদের মেরে জেলে ভরে দেওয়া হত।

দেশ বাঁচাও মঞ্চের গণকনভেনশনে বক্তব্য রাখার সময় বাংলার স্বাস্থ্য ব্যবস্থা প্রশংসা করেন তিনি।আরজি করের প্রসঙ্গে তিনি বলেন, “সেখানে যা ঘটেছে, তা মর্মান্তিক। তবে তা নিয়ে প্রতিবাদ হয়েছে। প্রতিবাদীদের কথা শোনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘণ্টা দু’য়েক অপেক্ষা করেছিলেন। উত্তরপ্রদেশ হলে প্রতিবাদীদের মেরে জেলে ভরা হত।”

রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ডের ভূয়সী প্রশংসা করে কাফিল বলেন, “এই কার্ডে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা এবং ওষুধের যেভাবে সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়া হয়েছে, তা খুবই জরুরি। তা না হলে কর্পোরেট হাসপাতালগুলি লুট চালাবে।” বাংলার টিকাকরণ কর্মসূচি, প্রসূতিদের জন্য প্রাতিষ্ঠানিক প্রসবের পরিকাঠামো উত্তরপ্রদেশ-সহ দেশের অন্যান্য অনেক রাজ্যের চেয়ে উন্নত বলেই মনে করেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Kafeel Khan, #desh bachao ganamancha, #Dr Kafeel Khan, #health system

আরো দেখুন