নয়া শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রম ও পাঠ্যসূচিতে কী কী বদল আসছে?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রম ও পাঠ্যসূচিতে বেশ কিছু বদল এনেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। নয়া শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫ শিক্ষাবর্ষে কার্যকরী হবে নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি। এবার থেকে ঐতিহাসিক জায়গায় ভ্রমণ বা মিউজিয়াম পরিদর্শন করার সুযোগ পাবে পড়ুয়ারা। ইতিহাসের চতুর্থ সেমেস্টারে নিকটবর্তী ঐতিহাসিক স্থানে ভ্রমণ ও মিউজিয়াম পরিদর্শনের বিষয়গুলি যুক্ত করা হয়েছে। ঐতিহাসিক নিদর্শন নিয়ে পরীক্ষায় লিখতেও হবে পড়ুয়াদের। পরীক্ষার্থীদের জন্য এ বিষয়ে ২০ নম্বর ধার্য করা হয়েছে। এতে খুশি ইতিহাস শিক্ষকেরা।
সিলেবাসে বেশ কিছু জিনিস যেমন বাদ পড়েছে, নতুন বেশ কিছু বিষয় সংযোজন করা হয়েছে পাঠ্যক্রমে। ইংরেজি, বাংলা, ইতিহাস-সহ ১৯টি বিষয়ে পাঠ্যক্রমে সামান্য অদলবদল করা হয়েছে। পড়ুয়াদের মধ্যে সৃজনশীলতা এবং সামান্য বিনোদনের সুযোগ যাতে থাকে তার জন্য পাঠ্যক্রম কিছুটা বদল করা হয়েছে বলে দাবি সংসদের।
পাঠ্যক্রমে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার প্রেক্ষাপট যুক্ত করা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের ফলে ভারতে কী পরিস্থিতি হয়েছিল, তাও যুক্ত করা হয়েছে পাঠ্যক্রমে। বাদ পড়েছে আমেরিকা, চীন এবং পাকিস্তানের সাপেক্ষে পরিবর্তিত বিদেশনীতি। ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ইতিহাস এসেছে সিলেবাসে। ইংরেজি বিষয়েও পরিবর্তন করা হয়েছে। ইংরেজির ক্ষেত্রে বেশ কিছু বিষয় সিলেবাসে যুক্ত করা হয়েছে।