শেষ মুহূর্তে পিছু হঠল মোদী সরকার! সোমবার লোকসভায় পেশ হচ্ছে না এক দেশ এক ভোট বিল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শেষ লগ্নে হঠাৎই সিদ্ধান্ত বদল। সোমবার লোকসভায় পেশ হচ্ছে না এক দেশ এক ভোট বিল। সোমবার পেশ করা হবে বলে সংসদের সূচিতে রাখা হয়েছিল বিলটি। চূড়ান্ত কার্যসূচিতে এক দেশ এক ভোট বিল নেই।
বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা সংবিধান (১২৯ সংশোধনী) বিল, ২০২৪ এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধনী বিল), ২০২৪ অনুমোদন করে। সেগুলি সাংসদদের কাছে পাঠিয়েও দেওয়া হয়। জানা যায়, সোমবার আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলগুলি সংসদে পেশ করবেন। কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে গেল সরকার। সংসদের চলতি অধিবেশন ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে। ফলে শেষ পর্যন্ত এই অধিবেশনে বিলটি পেশ হবে কি-না তা নিয়ে সংশয় তৈরি হয়ে গেল।
‘এক দেশ, এক ভোট’ নিয়ে দফায় দফায় প্রতিবাদে মুখর হয়েছে তৃণমূল-সহ বিরোধী দলগুলি। তাদের অভিযোগ ছিল, এই বিল যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। বিজেপির অগ্রাসনে দেশের সংসদীয় গণতন্ত্র ভেঙে পড়তে পারে। দেশের এক এক রাজ্যে বিধানসভার মেয়াদ শেষ হয় এক এক সময়। একসঙ্গে ভোট করাতে হলে কোনও কোনও রাজ্যের ভোট এগিয়ে আনতে হবে। কোনও কোনও রাজ্যের ভোট পিছিয়ে দিতে হবে।