রাজ্য বিভাগে ফিরে যান

সরকারি ভাতা নিয়ে বেসরকারি হাসপাতালে রোগী দেখা নয়, চিকিৎসকদের হলফনামা দেওয়ার নির্দেশ

December 15, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সরকারি ডাক্তারদের আবারও হলফনামা দিতে বলছে স্বাস্থ্যভবন। সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের জানাতে হবে, সরকারের থেকে নন প্র্যাক্টিসিং অ্যালাওয়েন্স নিয়ে তাঁরা বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগীর চিকিৎসা করছেন না। স্বাস্থ্যসাথী প্রকল্পে বেনিয়ম রুখতেই এমন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্যভবন।

উল্লেখ্য, সরকারি হাসপাতালের বন্ড পোস্টিংয়ে থাকা সিনিয়র রেসিডেন্টরা সরকারের কাছ থেকে নন প্র্যাক্টিসিং অ্যালাওয়েন্স পান। যারা ভাতা নেন, তাদের বেসরকারি হাসপাতালে রোগী দেখা আইনত অপরাধ। তাদের হলফনামা দিতে হয়, তারা সরকারি হাসপাতাল ছাড়া অন্য কোনও হাসপাতাল বা নার্সিংহোমে যুক্ত হবেন না। তারপরও অনিয়মের অভিযোগ সামনে এসেছে। অভয়া-আন্দোলন চলাকালীন, বেসরকারি হাসপাতালে রোগী দেখে স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা নেওয়ায় ৪১ সিনিয়র রেসিডেন্টকে ২৫ লক্ষ টাকা জরিমানা করেছিল স্বাস্থ্যভবন।

স্বাস্থ্যভবনের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধুমাত্র সিনিয়র রেসিডেন্ট নয়, যে সব সরকারি ডাক্তার স্বাস্থ্যসাথী প্রকল্পে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করেন তাদেরই হলফনামা দিয়ে সরকারকে জানাতে হবে। তদন্তে ধরা পড়লে কড়া পদক্ষেপ করবে স্বাস্থ্যদপ্তর।

রাজ্যে বন্ড পোস্টিংয়ে কর্মরত এমন সিনিয়র রেসিডেন্ট ডাক্তারের সংখ্যা প্রায় ৮ হাজার। ইতিমধ্যে প্রায় ২ হাজার সিনিয়র রেসিডেন্টকে চিঠি পাঠানো হয়েছে। কেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না, তা দ্রুত জানাতে বলা হয়েছে। বন্ড পোস্টিং শুরুর সময় সংশ্লিষ্ট সিনিয়র রেসিডেন্টকে লিখিতভাবে জানাতে হয় তিনি সরকারি হাসপাতাল ছাড়া অন্য কোনও হাসপাতাল বা নার্সিংহোমে যুক্ত থাকবেন না। দেশের সব সরকারি হাসপাতালেই এই নিয়ম প্রযোজ্য। বিজ্ঞপ্তি প্রকাশ করে ফের হলফনামা দিতে বলা হয়েছে। সময় বেঁধে দেওয়া হয়েছে ৬০ দিন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Private Hospital, #Govt Hospital, #West Bengal, #doctors

আরো দেখুন